শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় শেষ টেস্ট ম্যাচ জয়ের জন্য আমরা সবাই উদগ্রীব হয়ে আছি: মুমিনুল

রাহুল রাজ: [২] জীবন কারো জন্য থেমে থাকে না। জাগতিক নিয়ম জীবনকে থেমে থাকতে দেয় না। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় দৃশ্যপট।

[৩] বাংলাদেশ দলের কথাই একবার চিন্তা করা যায়। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেওয়ার আগে পুরো দল ছিল চনমনে। হাসি খুশি পরিবার। মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে থাকা দলটি অতিথি দলকে উড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

[৪] এক সপ্তাহের ব্যবধানে সেই দলটিই এখন অস্বস্তিতে। নেই উদ্দীপনা, উচ্ছ্বাস। যেন চট্টগ্রামে হারের ধাক্কা এখনও বয়ে বেড়াচ্ছে মুমিনুল হকের দল! হারের ক্ষত নিয়েই বৃহস্পতিবার ঢাকা টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এবার হারলে সিরিজ হাতছাড়া। জিতলে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পাবে বাংলাদেশ। মুমিনুলের নজর সেদিকেই।

[৫] মুমিনুল গণমাধ্যমকে বলেন, অতীত যেটা চলে গেছে ওইটা নিয়ে চিন্তা না করাই ভালো। এই ম্যাচটা জেতার জন্য সবাই উদগ্রীব হয়ে আছি। আমরা ভালো খেলতে মুখিয়ে। ইনশাআল্লাহ ভালো কিছুর প্রত্যাশা করছি।

[৬] চট্টগ্রামে মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। সাদমান ও সাকিবের ব্যাট থেকে হাফ সেঞ্চুরির ইনিংস আসলেও তারা চোটের কারণে ঢাকা টেস্ট নেই। তাইজুল ও মিরাজ বোলিংয়েও দ্যুতি ছড়িয়েছেন। মোস্তাফিজও নিজের সামর্থ্য অনুযায়ী ভালো করেছেন। চট্টগ্রাম টেস্টে ভালো স্মৃতিগুলো মাথায় রেখে মুমিনুল ঢাকার ২২ গজে মাঠে নামতে চান।

[৭] তিনি আরও বলেন, ওইখান থেকে যেগুলো ইতিবাচক জিনিস আছে সেগুলো নিয়ে সামনে এগোতে চাই। সবাই ইতিবাচক আছে। আমরা ইতিবাচক ফলাফল করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়