শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া নিহত এক

বগুড়া প্রতিনিধি: [২] সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এতে কৃষকলীগ মোঃ নান্টু মিয়া (৩২) নামে নেতা নিহত হয়েছে এবং আহত হয়েছেন দুইজন।

[৩] নিহত মোঃ নান্টু মিয়া উপজেলার নিয়ামত পুর গ্রামের বাদশা মিয়ার ছেলে স্থানীয় ওয়ার্ড কৃষকলীগের সভাপতি। দাড়িদহ বন্দরে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৪] জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ক্ষমতাসীন দলের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেল আরোহী ময়দানহাট্টা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আলামিন (৩২) কে একটি কক্ষে আটকে মারপিট করছে যুবলীগের বহিস্কৃত নেতা জাফর ও তার লোকজন। সংবাদটি খোকন ও শাহেদর মাধ্যমে দাড়িদহ বন্দরে জানাজানি হলে।

[৫] ইউপি চেয়ারম্যান এসএম রুপম গ্রুপের লোকজন জাফর গ্রুপের হাতে থেকে আলামিনকে ছাড়াতে গিয়ে বাক-বিতন্ডের এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। সংবাদ পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল বাড়ী ফেরার পথে মোঃ নান্টু মিয়ে নামের রুপম গ্রুপের এক কর্মিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৬] শিবগঞ্জ সার্কেলের সিনিয়ির সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

[৭] থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়