শিরোনাম
◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার ◈ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা ◈ শহীদ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন, বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি ◈ ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না ◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া নিহত এক

বগুড়া প্রতিনিধি: [২] সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এতে কৃষকলীগ মোঃ নান্টু মিয়া (৩২) নামে নেতা নিহত হয়েছে এবং আহত হয়েছেন দুইজন।

[৩] নিহত মোঃ নান্টু মিয়া উপজেলার নিয়ামত পুর গ্রামের বাদশা মিয়ার ছেলে স্থানীয় ওয়ার্ড কৃষকলীগের সভাপতি। দাড়িদহ বন্দরে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৪] জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ক্ষমতাসীন দলের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেল আরোহী ময়দানহাট্টা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আলামিন (৩২) কে একটি কক্ষে আটকে মারপিট করছে যুবলীগের বহিস্কৃত নেতা জাফর ও তার লোকজন। সংবাদটি খোকন ও শাহেদর মাধ্যমে দাড়িদহ বন্দরে জানাজানি হলে।

[৫] ইউপি চেয়ারম্যান এসএম রুপম গ্রুপের লোকজন জাফর গ্রুপের হাতে থেকে আলামিনকে ছাড়াতে গিয়ে বাক-বিতন্ডের এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। সংবাদ পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল বাড়ী ফেরার পথে মোঃ নান্টু মিয়ে নামের রুপম গ্রুপের এক কর্মিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৬] শিবগঞ্জ সার্কেলের সিনিয়ির সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

[৭] থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়