শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে গণধোলাই

ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুর উপজেলার হাঁপানিয়া গ্রামে তিন শিশুকে ধর্ষণচেষ্টার সময় জামাত আলী (৬০) নামে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। জাগোনিউজ২৪

সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলার হাঁপানিয়া গ্রামের জামাত আলীর চায়ের দোকানের সামনে দিয়ে বাড়ি ফিরছিল একই এলাকার ৩ শিশু। এ সময় জামাত আলী ওই তিন শিশুকে ডাক দেয়। জামাত আলী তাদের চকলেট দেয়ার কথা বলে দোকানের পাশের একটি কক্ষে যেতে বলে।

তার ডাকে সাড়া দিয়ে শিশুরা ওই ঘরে গেলে দরজা বন্ধ করে দেয় জামাত আলী। কিছুক্ষণ পর দোকানের সামনে পথচারীরা চিৎকারে শুনে দোকানের পেছনের ঘরের দরজা খুলে ওই তিন শিশুকে উদ্ধার করেন।

এ সময় জামাত আলীকে ধরে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং শিশুদের গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান স্থানীয়রা।

লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক বলেন, অভিযুক্ত জামাত আলীকে আটক করে থানায় আনা হয়েছে। তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়