শিরোনাম
◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে গণধোলাই

ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুর উপজেলার হাঁপানিয়া গ্রামে তিন শিশুকে ধর্ষণচেষ্টার সময় জামাত আলী (৬০) নামে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। জাগোনিউজ২৪

সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলার হাঁপানিয়া গ্রামের জামাত আলীর চায়ের দোকানের সামনে দিয়ে বাড়ি ফিরছিল একই এলাকার ৩ শিশু। এ সময় জামাত আলী ওই তিন শিশুকে ডাক দেয়। জামাত আলী তাদের চকলেট দেয়ার কথা বলে দোকানের পাশের একটি কক্ষে যেতে বলে।

তার ডাকে সাড়া দিয়ে শিশুরা ওই ঘরে গেলে দরজা বন্ধ করে দেয় জামাত আলী। কিছুক্ষণ পর দোকানের সামনে পথচারীরা চিৎকারে শুনে দোকানের পেছনের ঘরের দরজা খুলে ওই তিন শিশুকে উদ্ধার করেন।

এ সময় জামাত আলীকে ধরে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং শিশুদের গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান স্থানীয়রা।

লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক বলেন, অভিযুক্ত জামাত আলীকে আটক করে থানায় আনা হয়েছে। তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়