শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৭ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সম্পদের তথ্য গোপন রাখতে আইন পরিবর্তনে ব্রিটিশ সরকারকে চাপ দিয়েছিলেন রাণী এলিজাবেথ

লিহান লিমা: [২] দ্য গার্ডিয়ানের একটি ডকুমেন্টারিতে প্রকাশ হয়েছে, ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ তার বিপুল পরিমাণ ব্যক্তিগত সম্পদের তথ্য জনসম্মুখ হতে গোপন রাখতে সরকারকে একটি খসড়া আইন প্রবর্তনে চাপ প্রয়োগ করেছিলেন।

[৩]১৯৭৩ সালে প্রস্তাবিত একটি স্বচ্ছতা বিলে রাণী উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে তার শেয়ার প্রকাশিত হয়ে পড়তে পারে। তাই তিনি আইনী পরিবর্তন আনতে আইনজীবী নিয়োগ দেন। বিভিন্ন প্রতিষ্ঠানে রাণীর শেয়ার জনসম্মুখ হতে গোপন রাখতে রাণীর ব্যক্তিগত আইনজীবী ব্রিটিশ মন্ত্রীদের আইন পরিবর্তন করতে চাপ প্রয়োগ করেন।

[৪]রাণীর হস্তক্ষেপের ফলে সরকার ‘রাষ্ট্রপ্রধান’ যে সব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সেগুলোকে স্বচ্ছতামূলক পদক্ষেপ হতে ছাড় দিয়ে একটি আইন করে।

[৫]ব্রিটেনে ‘কুইন কনসেন্ট’ নামে একটি পার্লামেন্টারি প্রক্রিয়া রয়েছে। তাই রাণীর জ্ঞাতসারে এমন আইন পাশ অবৈধ নয়। রাণীর মুখপাত্র জানান, কুইন কনসেন্ট একটি পার্লামেন্টারি প্রক্রিয়া, সরকারের অনুরোধে রাণী সবসময়ই সম্মতি প্রদান করে। সরকার গৃহীত কোনো সিদ্ধান্ত কিংবা রাণীর ব্যক্তিগত সম্পদ ও রাজকীয় স্বার্থ রক্ষার্থে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক এটি স্বীকৃত।’

[৬]রাণীর ব্যক্তিগত সম্পদের পরিমাণ কখনোই প্রকাশিত হয় নি। ধারণা করা হয় শত শত কোটি পাউন্ড সম্পদ রয়েছে রাণীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়