শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৪ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে প্রথম দিনে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ ১৮জন

ওমর ফয়সাল: [২] সারাদেশের ন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতেও কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারী) দুপুরে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

[৩] পরে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী, নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী, থানা পুলিশ, হাসপাতালের ডাক্তার, নার্সসহ প্রথম দিনে মোট ১৮জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন।

[৪] এর আগে সকালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, নাজিরহাট পৌরসভার মেয়র এস.এম সিরাজ-উদ-দৌলাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী জানান, ফটিকছড়িতে প্রথম দিনে উপজেলা চেয়ারম্যান, ইউএনও সহ মোট ১৮জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত তাঁদের কারো মধ্যে কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

[৬] তিনি আরো বলেন, ফটিকছড়িতে প্রাথমিক পর্যায়ে ৩১ হাজার ৫২৫ ডোজ করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিদিন ফটিকছড়িতে একমাত্র কেন্দ্র নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা প্রদান কার্যক্রম চলবে। করোনা ভ্যাকসিন নিতে আগ্রহীরা অনলাইনের পাশাপাশি কেন্দ্রেও সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছেন ডা. নাবিল চৌধুরী। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়