শিরোনাম
◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূন্ন

আফরোজা সরকার : রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পূন্ন হয়েছে। রবিবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সংগঠনের প্রধান কার্যালয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের  উপস্থিতি ও সহযোগীতায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আওতাধীন সকল বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস চলাচল বন্ধ রাখা হয়। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ১৩টি পদের মধ্যে ১২টি পদের বিপরীতে মোট ৫৮জন প্রার্থী প্রতিকসহ নির্বাচনে অংশ গ্রহন করেন। তার মধ্যে ১টি পদ (সহ সাংগঠনিক) পদে ওবায়দুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রার্থীরা হচ্ছেন, সভাপতি পদে তাজুল ইসলাম মুকুল, সিদ্দিক হোসেন, আনোয়ারুল ইসলাম রাজা, কার্যকরী সভাপতি পদে মাহাবুব মোর্শেদ শামীম, নজরুল ইসলাম ও হাজী মকুল মিয়া, সহ-সভাপতি পদে তমিজ উদ্দিন, তারাজুল ইসলাম, মানু মিয়া, ও রফিকুল ইসলাম পরান, সাধারণ সম্পাদক এম এ মজিদ , তাজুল ইসলাম হারুন  ও   শেখ মাহবুব নাছির টুটুল প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার ও শ্রমিক কল্যাণ সম্পাদক পদে ৩ জন, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন ও কার্যকরী সদস্য পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে মোট ভোটার সংখা ৮১৮০ জন।  এদিকে নির্বাচনকে সামনে রেখে পোস্টার- ফেস্টুনে জমজমাট ও  মুখরিত হয়ে উঠেছে রংপুরের টার্মিনালের পুরো এলাকা। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচে দায়িত্ব পালনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়