শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৫ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থের জন্য লাইভে ‘দেড় লিটার’ মদ পান বৃদ্ধের, এরপর যা হলো!

ডেস্ক রিপোর্ট: 'ট্র্যাশ স্ট্রিম' কিংবা 'থ্র্যাশ স্ট্রিম'। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড চালু হয়েছে। অর্থের বিনিময়ে অনলাইনে নানা আজব চ্যালেঞ্জ গ্রহণ করে তা লাইভস্ট্রিম করা। এই ধরনের চ্যালেঞ্জ যে কত বিপজ্জনক হতে পারে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল রাশিয়ায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায়।

ইউটিউবে লাইভস্ট্রিম করার সময় চ্যালেঞ্জ নিয়ে দেড় লিটার ভদকা খাওয়ার পরে মৃত্যু হয় তার। যারা লাইভটি দেখছিলেন, ওই ব্যক্তির এমন পরিণতিতে তারা কার্যত হতবাক হয়ে যান। ৬০ বছরের ওই রাশিয়ান নাগরিকের নাম উরি ডাশেচকিন। ইউটিউবে খ্যাতি 'গ্র্যান্ডফাদার' নামেই। ইউটিউবার হিসেবে নানা চ্যালেঞ্জ নিতেন তিনি। এই চ্যালেঞ্জগুলির বৈশিষ্ট্যই হল- অর্থের বিনিময়ে নানা অদ্ভুত কাণ্ড করা। আরেক ইউটিউবার তাকে নতুন চ্যালেঞ্জ দিয়েছিলেন অনলাইনে ভদকা পান করার। কেবল ভদকা নয়। আরেকটা অপশনও ছিল। গরম সস।

খবর অনুযায়ী, ভদকাকেই বেছে নিয়েছিলেন উরি। সেই চ্যালেঞ্জ গ্রহণ করাই কাল হল গ্র্যান্ডফাদারের। দেড় লিটার ভদকা পান করার পরেই ঘটে যায় অঘটন। সকলের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ভিউয়াররা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এমন ভয়ংকর মুহূর্তের সাক্ষী হয়ে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাশিয়ান প্রশাসন। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়