শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫২ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় প্রথম ভ্যাকসিন নিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক

সাগর আকন: [২] বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সোহরাব উদ্দীন এবং ডাঃ মোঃ কামরুল আজাদ দুজনের টিকা গ্রহণ এর মধ‍্য দিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

[৩] রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনা জেনারেল হাসপাতালে এ টিকা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন- বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির মল্লিক সিভিল সার্জন ড. মারিয়া হাসানসহ অন্যান্যরা।

[৪] সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাসোহরাফ উদ্দিন ও ডাঃ মোঃ কামরুল আজাদের শরীরে কোভিড-১৯ ভ্যাকসিনের মাধমে এ কর্মসূচি শুরু হয়েছে।

[৫] আরও জানান, প্রথমত যারা রেজিস্টেশন করবে তারাই টিকা পাবে, আর যারা রেজিস্টেশন করবে না তারা টিকা পাবে না এবং বরগুনায় প্রথম ধাপে ২৪ হাজার ডোজ করোনা টিকা পেয়েছি। এই টিকা দেয়া হবে ১২ হাজার মানুষকে।

[৬] প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক ১৫টি ক্যাটাগরির লোককে এই টিকা দেয়া হবে। এজন্য অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৫৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়