শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫২ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় প্রথম ভ্যাকসিন নিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক

সাগর আকন: [২] বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সোহরাব উদ্দীন এবং ডাঃ মোঃ কামরুল আজাদ দুজনের টিকা গ্রহণ এর মধ‍্য দিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

[৩] রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনা জেনারেল হাসপাতালে এ টিকা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন- বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির মল্লিক সিভিল সার্জন ড. মারিয়া হাসানসহ অন্যান্যরা।

[৪] সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাসোহরাফ উদ্দিন ও ডাঃ মোঃ কামরুল আজাদের শরীরে কোভিড-১৯ ভ্যাকসিনের মাধমে এ কর্মসূচি শুরু হয়েছে।

[৫] আরও জানান, প্রথমত যারা রেজিস্টেশন করবে তারাই টিকা পাবে, আর যারা রেজিস্টেশন করবে না তারা টিকা পাবে না এবং বরগুনায় প্রথম ধাপে ২৪ হাজার ডোজ করোনা টিকা পেয়েছি। এই টিকা দেয়া হবে ১২ হাজার মানুষকে।

[৬] প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক ১৫টি ক্যাটাগরির লোককে এই টিকা দেয়া হবে। এজন্য অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৫৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়