শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫২ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় প্রথম ভ্যাকসিন নিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক

সাগর আকন: [২] বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সোহরাব উদ্দীন এবং ডাঃ মোঃ কামরুল আজাদ দুজনের টিকা গ্রহণ এর মধ‍্য দিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

[৩] রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনা জেনারেল হাসপাতালে এ টিকা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন- বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির মল্লিক সিভিল সার্জন ড. মারিয়া হাসানসহ অন্যান্যরা।

[৪] সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাসোহরাফ উদ্দিন ও ডাঃ মোঃ কামরুল আজাদের শরীরে কোভিড-১৯ ভ্যাকসিনের মাধমে এ কর্মসূচি শুরু হয়েছে।

[৫] আরও জানান, প্রথমত যারা রেজিস্টেশন করবে তারাই টিকা পাবে, আর যারা রেজিস্টেশন করবে না তারা টিকা পাবে না এবং বরগুনায় প্রথম ধাপে ২৪ হাজার ডোজ করোনা টিকা পেয়েছি। এই টিকা দেয়া হবে ১২ হাজার মানুষকে।

[৬] প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক ১৫টি ক্যাটাগরির লোককে এই টিকা দেয়া হবে। এজন্য অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৫৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়