শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৯ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংবাদমাধ্যম বন্ধের আবদারে বিএফইউজে ও ডিইউজে নেতাদের বিস্ময়

নূর মোহাম্মদ: [২] বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম যুক্ত বিবৃতিতে এ বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, কোন সংবাদমাধ্যম বন্ধের দাবি সাংবাদিক সংগঠন বা গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উঠতে পারে, তা বিশ্বাস করতেও কষ্ট হয়। এমন দাবি জানানোর নজীর পৃথিবীর কোথাও নেই বলে উল্লেখ করেন তারা।

[৩] সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক ইউনিয়নসহ গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সংগঠনের প্রধান অঙ্গীকার হচ্ছে মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করা। সংবাদ প্রকাশ ও প্রচারের কারণে কোন সংবাদমাধ্যম বন্ধ করার দাবি ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক। কোন সরকারকে ফ্যাসিবাদের পথে ঠেলে দেওয়ার দায় কোন সাংবাদিক নিতে পারেন না। বরং সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে দাঁড়ানোই সংবাদিকদের সংগঠনের কর্তব্যের মধ্যে পড়ে।

[৪] বিবৃতিতে সাংবাদিক নেতারা আরও বলেন, আল-জাজিরা যে তথ্যচিত্র প্রচার করেছে তাতে কোন তথ্য বিভ্রাট থাকলে বা বস্তুনিষ্ঠতার ঘাটতি থাকলে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরাই কাম্য। সরকার যেখানে আল-জাজিরার সম্প্রচার বন্ধ না করার সিদ্ধান্ত নিয়ে সাধুবাদ কুড়িয়েছে, সেখানে সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বন্ধ করার দাবি অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের। এটি সাংবাদিক সংগঠনের ইতিহাসে খারাপ নজীর হয়ে থাকবে বলে নেতারা উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়