শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৯ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংবাদমাধ্যম বন্ধের আবদারে বিএফইউজে ও ডিইউজে নেতাদের বিস্ময়

নূর মোহাম্মদ: [২] বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম যুক্ত বিবৃতিতে এ বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, কোন সংবাদমাধ্যম বন্ধের দাবি সাংবাদিক সংগঠন বা গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উঠতে পারে, তা বিশ্বাস করতেও কষ্ট হয়। এমন দাবি জানানোর নজীর পৃথিবীর কোথাও নেই বলে উল্লেখ করেন তারা।

[৩] সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক ইউনিয়নসহ গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সংগঠনের প্রধান অঙ্গীকার হচ্ছে মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করা। সংবাদ প্রকাশ ও প্রচারের কারণে কোন সংবাদমাধ্যম বন্ধ করার দাবি ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক। কোন সরকারকে ফ্যাসিবাদের পথে ঠেলে দেওয়ার দায় কোন সাংবাদিক নিতে পারেন না। বরং সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে দাঁড়ানোই সংবাদিকদের সংগঠনের কর্তব্যের মধ্যে পড়ে।

[৪] বিবৃতিতে সাংবাদিক নেতারা আরও বলেন, আল-জাজিরা যে তথ্যচিত্র প্রচার করেছে তাতে কোন তথ্য বিভ্রাট থাকলে বা বস্তুনিষ্ঠতার ঘাটতি থাকলে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরাই কাম্য। সরকার যেখানে আল-জাজিরার সম্প্রচার বন্ধ না করার সিদ্ধান্ত নিয়ে সাধুবাদ কুড়িয়েছে, সেখানে সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বন্ধ করার দাবি অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের। এটি সাংবাদিক সংগঠনের ইতিহাসে খারাপ নজীর হয়ে থাকবে বলে নেতারা উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়