শিরোনাম
◈ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার ◈ হাদির ওপর গুলি নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন ◈ অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’, দুই দিনে গ্রেপ্তার ১,০৪৩ ◈ বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে ৪০ নেতাকর্মী আহত ◈ নির্বাচন ঘিরে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও এমপি প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা প্রকাশ ◈ মনোনয়নপত্র সংগ্রহ করেই গ্রেপ্তার হলেন সাবেক যুবলীগ নেতা ◈ যুব এ‌শিয়া কা‌পে নেপাল‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো বাংলা‌দেশ ◈ কীভাবে ষড়যন্ত্র করলাম সেই প্রশ্ন থাকল আমার: সাংবাদিক আনিস আলমগীর কাঠগড়ায় কেঁদে ফেলেন ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দরে ঢুকল ভারতীয় পেঁয়াজ ◈ বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রিমিয়ার ফুটবল লিগ বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জের ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে

নিজস্ব প্রতিবেদক: [২] আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলাতে গতিময় ফুটবল উপহার দিয়েছে দু’দলই। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পায়নি কোনও দল। ফলাফল বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

[৩] এর ফলে প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট তালিকায় পাকির আলীর দল প্রথম ড্র করে ৭ পয়েন্ট অর্জন করেছে। বিপরীতে রহমতগঞ্জ এক ম্যাচ কম খেলে পেয়েছে ৫ পয়েন্ট।

[৪] বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল পুলিশ দল। কিন্তু আক্রমণের শুরুটা করেছিল রহমতগঞ্জ। আইভরি কোস্টের ক্রিস রেমি দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জোরালো শট নিলেও গোলকিপার মোহাম্মদ নেহাল কোনোমতে তালুবন্দী করেছেন। এর পর আর তারা সেই ধারা ধরে রাখতে পারেনি।

[৫] বরং ২৯ মিনিটে গোলের সুযোগ সৃষ্টি করেছিল পুলিশ। তবে বাল্লো ফামুসা গোলকিপারকে একা পেয়েও দূরের পোস্ট দিয়ে মেরে সেই সুযোগ নষ্ট করেন। ৩৩ মিনিটেও ছিল একই দশা। আখমেদভের পাস থেকে ওমর ফারুক মিঠু জোরালো শট নিলেও তা গোলকিপারের গায়ে লেগে প্রতিহত হয়।

[৬] বিরতির পরও সুযোগ নষ্ট করেছে উভয় দল। ৪৮ মিনিটে রহমতগঞ্জের আইভরি কোস্টের ক্রিস্ট রেমির শট ক্রস বারে লাগলে বরং তাদের আফসোস বাড়ে আরও। অন্য দিকে ফামুসা-মিঠুরাও সুযোগ পেয়ে গোল করতে পারেনি। রেফারির শেষ বাঁশির সঙ্গে উভয় দলেরই নিশ্চিত হয় এক পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়