শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রিমিয়ার ফুটবল লিগ বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জের ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে

নিজস্ব প্রতিবেদক: [২] আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলাতে গতিময় ফুটবল উপহার দিয়েছে দু’দলই। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পায়নি কোনও দল। ফলাফল বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

[৩] এর ফলে প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট তালিকায় পাকির আলীর দল প্রথম ড্র করে ৭ পয়েন্ট অর্জন করেছে। বিপরীতে রহমতগঞ্জ এক ম্যাচ কম খেলে পেয়েছে ৫ পয়েন্ট।

[৪] বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল পুলিশ দল। কিন্তু আক্রমণের শুরুটা করেছিল রহমতগঞ্জ। আইভরি কোস্টের ক্রিস রেমি দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জোরালো শট নিলেও গোলকিপার মোহাম্মদ নেহাল কোনোমতে তালুবন্দী করেছেন। এর পর আর তারা সেই ধারা ধরে রাখতে পারেনি।

[৫] বরং ২৯ মিনিটে গোলের সুযোগ সৃষ্টি করেছিল পুলিশ। তবে বাল্লো ফামুসা গোলকিপারকে একা পেয়েও দূরের পোস্ট দিয়ে মেরে সেই সুযোগ নষ্ট করেন। ৩৩ মিনিটেও ছিল একই দশা। আখমেদভের পাস থেকে ওমর ফারুক মিঠু জোরালো শট নিলেও তা গোলকিপারের গায়ে লেগে প্রতিহত হয়।

[৬] বিরতির পরও সুযোগ নষ্ট করেছে উভয় দল। ৪৮ মিনিটে রহমতগঞ্জের আইভরি কোস্টের ক্রিস্ট রেমির শট ক্রস বারে লাগলে বরং তাদের আফসোস বাড়ে আরও। অন্য দিকে ফামুসা-মিঠুরাও সুযোগ পেয়ে গোল করতে পারেনি। রেফারির শেষ বাঁশির সঙ্গে উভয় দলেরই নিশ্চিত হয় এক পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়