শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার এক

বগুড়া প্রতিনিধিঃ [২] বৃহস্পতিবার সকালে উপজেলার গোসাইবাড়ী সাতমাথা এলাকা থেকে মোঃ মিলন প্রামানিককে গ্রেফতার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত মিলনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মিলন প্রামানিক উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্রামের শাহ আলীর ছেলে।

[৩] ভূক্তভোগী স্কুলছাত্রীকে তার শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৪] মামলা সূত্রে জানা যায়, উপজেলার আড়কাটিয়া গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে (১৩) কালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় পার্শ্ববর্তী এলাকার মোঃ মিলন প্রামানিক। কিন্ত মেয়েটি মিলনের প্রেমে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত ৩১ জানুয়ারী রাতে মেয়েটি যখন টয়লেটে যায়, তখন আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে মিলন ও তার লোকজন মেয়েটিকে অপহরণ করে। উক্ত ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে ধুনট থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় মোঃ মিলন প্রামানিক ও অজ্ঞাতনামা আরও ৩জনকে আসামি করা হয়েছে।

[৫] ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ প্রতিবেদক-কে বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে স্কুলছাত্রীর জাবানবন্দি রেকর্ড করা হবে। অভিযুক্ত মিলনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়