শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্পের নীতিতে পরিবর্তন: মানবাধিকার নয়, এখন গুরুত্ব আঞ্চলিক স্থিতিশীলতায় ◈ ডিজিটাল লেনদেনে নতুন মাইলফলক, তবে নেই প্রধান দুই প্ল্যাটফর্ম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার এক

বগুড়া প্রতিনিধিঃ [২] বৃহস্পতিবার সকালে উপজেলার গোসাইবাড়ী সাতমাথা এলাকা থেকে মোঃ মিলন প্রামানিককে গ্রেফতার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত মিলনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মিলন প্রামানিক উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্রামের শাহ আলীর ছেলে।

[৩] ভূক্তভোগী স্কুলছাত্রীকে তার শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৪] মামলা সূত্রে জানা যায়, উপজেলার আড়কাটিয়া গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে (১৩) কালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় পার্শ্ববর্তী এলাকার মোঃ মিলন প্রামানিক। কিন্ত মেয়েটি মিলনের প্রেমে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত ৩১ জানুয়ারী রাতে মেয়েটি যখন টয়লেটে যায়, তখন আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে মিলন ও তার লোকজন মেয়েটিকে অপহরণ করে। উক্ত ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে ধুনট থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় মোঃ মিলন প্রামানিক ও অজ্ঞাতনামা আরও ৩জনকে আসামি করা হয়েছে।

[৫] ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ প্রতিবেদক-কে বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে স্কুলছাত্রীর জাবানবন্দি রেকর্ড করা হবে। অভিযুক্ত মিলনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়