শিরোনাম
◈ জাকসুর ভোট গণনা শেষ, অপেক্ষা ফলের ◈ আ. লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় : ফাওজুল কবির ◈ নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব : জাকসুর সিইসি ◈ টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ◈ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা ◈ ভোট চুরি চলতে থাকলে ভারতেও নেপাল–বাংলাদেশের মতো গণবিক্ষোভ ঘটতে পারে: অখিলেশ যাদব ◈ আগামী জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: লন্ডনে তথ্য উপদেষ্টা ◈ যশোর সীমান্তে স্বর্ণপাচার বেড়েছে, আট মাসে উদ্ধার ২৬ কোটি টাকার স্বর্ণবার ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ. লীগ নেতাকর্মীদের (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৮ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিরঝিলে বিনোদন প্রেমিদের হয়রানি, ৮ দিনে আটক ৩৪৩

মাসুদ আলম : [২] রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে বেড়াতে আসা নাগরিকদের হয়রানির অভিযোগে গত আটদিনে ৩৪৩ জনেক আটক করেছে পুলিশ। মঙ্গলবার হাতিরঝিল লেক ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য ৪৩ জনকে শর্তসাপেক্ষে ছেড়ে দিয়েছে পুলিশ।

[৩] পুলিশ জানায়, ২৬ জানুয়ারি পুলিশ সদর দপ্তরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেইজে একজন নাগরিক হাতিরঝিলে বেড়াতে এসে হয়রানির শিকারের বিষয়টি অভিযোগ করেন। হাতিরঝিল এলাকায় অবসরে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন। এরপর বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য পুলিশ সদর দপ্তর থেকে হাতিরঝিল থানার ওসিকে অবহিত করা হয়। এর পর ২৬ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালিয়ে ৩৪৩ জনকে আটক করেছে হাতিরঝিল থানা। এর মধ্যে অভিবাবকদের জিম্মায় ২৬৯ জন ছেড়ে দেওয়া হয়। এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ডিএমপি এ্যাক্টে ৭১ ও অন্যান্য ৩ মামলা হয়েছে।

[৪] এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেন, হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদন নির্বঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে এ অভিযান চলমান থাকবে। এ লক্ষ্যে ২৭ জানুয়ারি থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স কাজ করছে। এছাড়া, মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করছে। এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়