কূটনৈতিক প্রতিবেদক: [২] কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
[৩] প্রশিক্ষণে প্রথম ব্যাচে জাতীয় সদর দপ্তরের ২০০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রমে অংশ নেওয়া সকল স্বেচ্ছাসেবকদেরকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে বলে এক বার্তায় জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
[৪] সারাদেশে রেড ক্রিসেন্টের প্রায় ১৫,০০০ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক পর্যায়ক্রমে এই কার্যক্রমে অংশগ্রহণ করবে।
[৫] সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকল জেলার সিভিল সার্জন ও সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের অর্ন্তভূক্তি করণের জন্য অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে।