শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিফটির পর ফিরলো সাদমান; ৪ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

রাহুল রাজ: [২] দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ।

[৩] চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। কিন্তু দলীয় ২৩ রানে ইনিংসের পঞ্চম ওভারে কেমার রোচের বল বোল্ড হয়ে যান তামিম। বিদায় নেওয়ার আগে ১৫ বলে ২ চারে ৯ রান করে এই ওপেনার।

[৪] এরপর সাদমান ও শান্ত মিলে দারুণ খেলছিলেন। বড় জুটি গড়ার আভাস দিলেও ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেন শান্ত। বিদায় নেওয়ার আগে ৩ চারে ৫৮ বল খেলে ২৫ রান করেন তিনি।

[৫] তারপর অধিনায়ক মমিনুলের সাথে ৫৩ রানের জুটি গড়েন সাদমান। কিন্তু জোমেল ওয়ারিকানের স্পিন ঘূর্ণিতে ৯৭ বলে ২৬ রান করে ক্যাম্পবেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল হক। আর ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাকানোর পর ১৫৪ বলে ৫৯ রান করে ওয়ারিক্যানের এলবিডব্লুর শিকার হন সাদমান।

[৬] সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১৪০/৪ (৫৮)
সাদমান ৫৯ শান্ত ২৫, মমিনুল ২৬।

[৭] বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

[৮] ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মোসলে, ক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), রাখিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান ও কাইল মায়ের্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়