মোঃ ইউসুফ মিয়া : [২] মঙ্গলবার দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া-গান্ধীমারা সড়কের বারমল্লিকা এলাকায় দ্রুত গতির মোটর সাইকেল চাপায় তুরান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
[৩] তুরান উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের আজিজ মিয়ার ছেলে।
[৪] স্থানীয় কামরুজ্জামান রতনসহ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে বালিয়াকান্দি উপজেলার রামদিয়া-গান্ধীমারা সড়কের বারমল্লিকা এলাকায় রাস্তা পার হওয়ার সময় তুরানকে চাপা দেয় একটি দ্রুত গতির মোটর সাইকেল। তাকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে।
[৫] স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৬] রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাবাসুম বলেন, সড়ক দুর্ঘটনায় শিশু তুরানের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।