শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে কোচ থে‌কে কি সরানো উচিত ‌গৌতম গম্ভীরকে? যা বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি ◈ আপিল বিভাগের ঐতিহাসিক রায়: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর ◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক সপ্তাহে ব্রিটেনে কোভিড সংক্রমণ ২৯% ও মৃত্যু কমেছে ৩.৭ %

রাশিদুল ইসলাম : [২] কোভিড টিকা দেওয়ার পর ব্রিটেনে আগামী দুই সপ্তাহের মধ্যে সংক্রমণ আরো কমে আসবে। এক সপ্তাহ আগে যেখানে দেশটিতে কোভিডে আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৪ জন সেখানে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৮৮ জন। ডেইলি মেইল

[৩] ব্রিটেনে বর্তমানে হাসপাতালে ৩৫ হাজার কোভিড রোগী রয়েছেন যাদের মধ্যে ৩ হাজার ৮৮২ জন রয়েছে ভেন্টিলেশনে।

[৪] ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ বলছে জাতীয় লকডাউন চলছে এবং তা কোভিড সংক্রমণ হ্রাসে সহায়তা করছে।

[৫] তবে কোভিডের দ্বিতীয় প্রবাহে অনেক বেশি কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়।

[৬] ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন তার সরকারের বর্তমান লক্ষ্য হচ্ছে ফের লকডাউন না দিয়ে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং তৃতীয় কোভিড প্রবাহ প্রতিরোধ করা।

[৭] তবে সামাজিক দূরত্ব আগামী বছর পর্যন্ত বজায় রাখতে হবে বলে বিশেষজ্ঞারা বলছেন।

[৮] এখন পর্যন্ত ব্রিটেনে টিকা দেওয়া হয়েছে ৮২ লাখ ৫১ হাজার ১৪৬ জনকে। গত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৬ লাখ ব্রিটিশ নাগরিককে। যা এর আগে একদিনে দেওয়া ৪ লাখ ৯১ হাজার ৯৭০ টিকা দেওয়ার রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে।

[৯] ব্রিটেনের স্বাস্থ্যবিভাগ বলছে ৭৭ লাখ ৯২ হাজার ৯৯৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মত টিকা দেওয়া হয়েছে আরো ৪ লাখ ৫৮ হাজার ১৫০ জনকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়