শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৫:১০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে রহস্যজনক বিস্ফোরণে দগ্ধ ২

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় মধ্যরাতে এক ভাড়াটিয়ার কক্ষে রহস্যজনক বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় নজরুল নামের একজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার কারণ রহস্যজনক বলে দাবি করছে পুলিশ। জাগোনিউজ২৪

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ২টার দিকে কুরগাঁও এলাকার আব্দুর রশিদের মালিকানাধীন ভাড়া বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে অগ্নিদগ্ধ যুবকের নাম নজরুল বলে জানা গেলেও দগ্ধ আরেক নারীর নাম জানা যায়নি।

স্থানীয় মেম্বার শফিউল আলম সোহাগ বলেন, রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে। হয়তো রুমের মধ্যে গ্যাস হয়েছিল, বিড়ি-সিগারেট খাওয়ার জন্য আগুন ধরিয়েছিল সেখান থেকেই বিস্ফোরণ ঘটছে। ওই রুমে নজরুল নামে একটা ভাড়াটিয়া ছিল। তার শরীর আগুনে পুড়ছে। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হইছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, ‘বোমবিং করলে যেরকম হয় ৫-৬টা প্রত্যেকটা দরজা একদম ছুইটা পইড়ে গেছে। আশপাশের বিল্ডিংয়ের গ্লাস ফাইটা গেছে। কিন্তু রুমে যদি আগুনের কারণ ওডাই হয় (গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়), রুমে গ্যাস হওয়ার মতো জায়গা নাই। পুরা রুমে যদি আগুন হয়, তাহলে পুরা রুম পুইরা শেষ হওয়ার কথা। রুমের অন্য কিছু পুড়ে নাই। কিন্তু প্রত্যেকটা দরজার ছুইটা পইড়া গেছে, অবশ্যই কোন কিছু ব্রাস্ট হইছে। কিন্তু ঘটনা ঘটছেতো রাইত ২টায়, থানায় জানাইছে সকাল ১০টায়। মেম্বার বলতাছে আমারে রাইত ২ টায় জানাইছে। এটা রহস্য!’

কি ধরণের বিস্ফোরণ হয়েছে এমন প্রশ্নে বলেন, এটা আমার মাথায় আসছে না। এজন্য ইন্টিলিজেন্সকে ডেকেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়