মাসুদ আলম: [২] গ্রেপ্তারকৃতরা হলো- বিল্লাল হোসেন ও ঝর্ণা আক্তার। বৃহস্পতিবার ভোরে টঙ্গী পূর্ব থানার শিলমুন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র্যাব-১। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু (সুইচ গিয়ার), ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
[৩] র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা চিহিৃত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। ইতিপূর্বে মাদক ও জোড়া খুনের ঘটনায় বিল্লাল গ্রেপ্তার হয়ে জেলে যায়। ঝর্ণা আক্তার টঙ্গী এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। সোর্স জাকিরের কারণে এলাকায় তাদের মাদক ব্যবসায় বিঘ্ন ঘটে এবং বিল্লাল ও ঝর্ণা আক্তারের স্বামীকে আটকের পেছনে সোর্স জাকিরের ভূমিকা রয়েছে বলে তারা জানতে পারে। প্রতিশোধ নিতে গ্রেপ্তারকৃতরা জাকিরকে হত্যার পরিকল্পনা করে। ২৬ জানুয়ারি দুপুরে তাদের পরিকল্পনা অনুযায়ী টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিম পাড়া এলাকায় জাকিরকে একা দেখতে পায় বিল্লাল। তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে দুই উরুতে এবং শরীরের বিভিন্ন অংশে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়।