রাশিদুল ইসলাম : [২] ইরানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গিরির ভাই মাহদি জাহাঙ্গিরিকে এ দণ্ড দেওয়ার কথা জানিয়েছে ইরানের বিচারবিভাগের ওয়েবসাইট। বিচারবিভাগের মুখপাত্র গোলামহোসেন এসমাইলি জানান এ দণ্ডের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে না। আল-আরাবিয়া
[৩] মাহদি জাহাঙ্গিরি তেহরান চেম্বার অব কমার্সের বোর্ডে ছিলেন। এছাড়া ইরানের বেসরকারি ব্যাংক গারদেশগারি ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি।
[৪] মাহদি জাহাঙ্গিরির বিরুদ্ধে অভিযোগ ছিল ৬ লাখ ৭ হাজার ১শ ইউরো ও ১ লাখ ৮ হাজার ডলার পাচারের। এ অর্থ থাকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাচারকৃত অর্থের চারগুণ অর্থ তাকে জরিমানা করা হয়েছে।
[৫] ২০১৭ সালের অক্টোবর মাসে মাহদিকে গ্রেফতার করা হয়। পরের বছর মার্চে জামিনে মুক্তি পান তিনি।
[৬] এ ঘটনা জানাজানি হলে এ সম্পর্কে ইরানের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট বলেন আইনের চোখে ও ন্যায়বিচারের ক্ষেত্রে সবাই সমান এবং তার বিরুদ্ধে অভিযোগ অনুমানযোগ্য ও তার আটক প্রত্যাশীত।
[৭] ২০১৯ সালে প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসেইন ফেরিদাউনকে অর্থ ঘাপলায় জড়িত থাকায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।