বাশার নূরু: [২] বিরল ও দামী এই প্রাণিগুলোর নাম ‘অর্নামেন্টাল টারটল’, বাংলায় বলা যায় সৌন্দর্য্য বৃদ্ধিকারি কচ্ছপ। সোমবার এদের উদ্ধার করে কাস্টমস, গতকাল সকালে হস্তান্তর করা হয় শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
[৩] কচ্ছপগুলো পার্কে নিয়ে যান বন্য প্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন। তিনি বলেন, এসব কচ্ছপ সিঙ্গাপুর থেকে আনা হয়েছিলো অন্য কোনো দেশে পাচারের উদ্দেশ্যে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব