সুলতান মির্জা : গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী । খুব সাদামাটা ভাবে দেখার গল্প নয় এটা। এই গল্পটা ৬৬ হাজার গৃহহীন পরিবারের গল্প। অনেক দুঃখ- কষ্ট বেদনার গল্প। একটা উদাহরণ দিচ্ছি, আমার এলাকার একজন এমপি আছেন, উনি গত কয়েক মাসে প্রধানমন্ত্রীর এই আশ্রয়ণ প্রকল্পের অধীনে অনেক পরিবার কে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, একদম গৃহহীনদের জন্য। নিজের থাকার জন্য ঘর নাই, ভাড়া করে টিনের বেড়ার ঘরের মধ্যে থাকে তারা, মাস গেলে ভাড়া দিতে হচ্ছে, বাড়িওয়ালার কাঠখোট্টা আচরণ। সোজা কথা বেঁচে থাকার জন্য বেচে থাকা, এটাকে তৃপ্তি সহকারে বেঁচে থাকা বুঝায় না। একজন শ্রমিক, দিনমজুর, পরের জমিতে কামলা দেওয়া সাধারণ মানুষ, সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত। এই সব লোকেরা জীবনে হয়তো পেটপুরে ভাত খেয়ে জামা কাপড় পরে বেঁচে থাকতে পারে, কিন্তু ঋন ছাড়া একটা বাড়ি ঘরের মালিক খুব সহসা হতে পারে না, সম্ভব হয় না। এমন পরিস্থিতির মধ্যে যারা থাকে তারা বুঝে কি যে কষ্ট, জমি আছে টাকার জন্য বাড়ি করতে পারছে না অথবা জমিই নাই বাড়ি করবে কিভাবে? সেই সব লোকেদের জন্য আজকের দিনটি ছিলো খুব আনন্দের কারণ, জমি আছে ঘড় নাই পরিবার গুলো নিজের জমিতে পাকা বাড়ির মধ্যে ঘুমাবে আজকে, আবার যার জমি ছিলো না, ঘড় ছিলো না, সেই পরিবার আস্ত একটা পাকা বাড়ির মালিকানা পেলো, সাথে পেলো জমি। এটাযে কত আনন্দের যা বলে কয়ে বুঝানো সম্ভব নয়। চোখ বন্ধ করুন, কল্পনা করুন এক সাথে এতো গৃহহীন পরিবারের জন্য ঘরের ব্যবস্থা, কতোটুকু সাহস হলে এইরকম কাজ করা যায়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেসবুক থেকে