শিরোনাম
◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৭:১৯ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পদ্মা সেতু নির্মাণের মতো সাহসী পদক্ষেপ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানসম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে: ড. রেহমান সোবহান

দেবদুলাল মুন্না: [২] এ কথা তিনি বলেন গত ২১ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হন।

[৩] মূল প্রবন্ধে অধ্যাপক রেহমান সোবহান চীনের বেইজিং এবং সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি বিনিয়োগ করার তাগিদ দিয়েছেন। বলেছেন, ঘটাতে হবে মুক্তচিন্তার বিকাশ।

[৪] তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন, ‘আমি সেই বঞ্চিত মানুষটার জন্য সমাজ তৈরি করবো। এটা আমার দায়িত্ব। সরকারের টাকা খরচ করে নতুন একটা এলিট শ্রেণি করতে আমি চাই না।’ আমরা এরকম একটি বাংলাদেশ চাই।

[৫] অধ্যাপক রেহমান সোবহান বলেন, বঙ্গবন্ধু তার বিরোধী যে-ই হোক না কেনো, সবার সঙ্গে ভদ্র আচরণ করতেন। বিরোধী কাউকে আক্রমণ কিম্বা গালি দিবেন- এটা ওনার ছিলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এমন উদার পরিবেশ থাকা দরকার।

[৬] ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আলোচনায় অংশ নেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এসময় উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়