শিরোনাম
◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৫:৫০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় গৃহবধূর লাশ উদ্ধার : স্বামী পলাতক

মো.বশির উদ্দিন: রাজধানীর ডেমরায় রাশি আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। রোববার দিনগত রাত সাড়ে ৯টায় সারুলিয়া পশ্চিম টেংরার মৃত হাজী সিরাজ মিয়ার বাড়ীর নিচতলার সাবলেট ফ্ল্যাট থেকে এ লাশ উদ্ধার করে ডেমরা থানায় নেওয়া হয়েছে। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী মো. জুনায়েদ (৩৬) পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) নূরে আলম সিদ্দীকি। তবে প্রাথমিক পুলিশের ধারণা রাশি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী পালিয়েছেন। কারণ ওই গৃহবধূর রুমের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল এবং রুমের পাশেই দরজার তালার চাবি রাখা ছিল। রাশি আক্তার নোয়াখালির মাইজদি থানার পাখিয়া কিশোরগঞ্জ গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে। পলাতক জুনায়েদের বাড়ী নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মছলন্দপুর গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে।

মৃতের ভাই রাসেল জানায়, গত ১ মাস আগে গাড়িচালক জুনায়েদের সঙ্গে বিয়ে হয় রাশির। বিয়ের পর থেকে তারা পশ্চিম টেংরা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। রাশি ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় একটি কারখানায় নারী শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে রাশি ও তার স্বামী বাসায় ফিড়েন। এদিকে ওই দিন বিকালে রাশির মেয়ে জান্নাতকে ডেমরার বক্সনগর নানু বাড়ীতে নিয়ে যান তার নানী। পরের দিন সকালে সাবলেট ভাড়াটিয়ারা জাহিদুল ইসলাম দেখেন ঘরের দরজা বন্ধ। এদিকে মোবাইল ফোনে মেয়েকে না পেয়ে রোববার বিকালে রাশির বাড়ীতে আসেন তার মা। পরে ফেলে রাখা চাবি দিয়ে দরজা খুলে দেখেন মেয়ে মৃত অবস্থায় বিছানায় শোয়া। এ ঘটনায় ওই দিন সন্ধায় থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন মৃতের ভাই রাসেল। মৃত রাশির পলাতক স্বামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এ মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়