শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৫:০২ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেকুটিয়ার বেনু হত্যা মামলায় দুই আসামির আদালতে আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়ার গৃহবধূ বেনোয়ারা বেগম বেনু হত্যা মামলার এজাহারভূক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আসামিরা হলেন সেলিম বিশ্বাস (৩৫) ও তার স্ত্রী আবেদা বেগম (৩০)।

তারা রোববার আদালতের আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বালিয়া ভেকুটিয়া ভেকুটিয়া গ্রামের পরিত্যক্ত একটি জমিতে জনৈক আবুল বাশারতের শ্যালক আশিকুল ইসলাম ব্যবহৃত টিস্যু ফেলেন। এর জের ধরে গত ১১ জানুয়ারি রাত ১০টার দিকে গ্রামের সেলিম বিশ্বাসসহ তার পরিবারে লোকজনের সাথে আবুল বাশারতের স্ত্রী বেনোয়ারা বেগম ওরফে বেনুর ঝগড়া হয়। এ সময় প্রতিপক্ষের ইটের আঘাতে নিহত হন বেনোয়ারা বেগম ওরফে বেনু। পরে হত্যার ঘটনায় নিহতের ছেলে বিপুল বিশ্বাস তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। আসামিরা হলেন, সেলিম বিশ্বাস, তার স্ত্রী আবেদা বেগম ও মা ছবিরোন বেগম। হত্যার দুইদিন পর পুলিশ এজাহারভুক্ত আসামি ছবিরোন বেগমকে আটক করে আদালতে পাঠায়। এজাহারভুক্ত অপর দুই আসামি সেলিম বিশ্বাস ও তার স্ত্রী আবেদা বেগম পালিয়ে থাকার পর রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়