শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে এক লাখ ৯০ হাজার ডলারসহ চারজন আটক

রহিদুল খান : [২] যশোর সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে এক লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চার যুবককে আটক করেছে বিজিবি।

[৩] শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

[৪] আটককৃতরা হলো শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সলেমান মন্ডলের ছেলে মিঠু মন্ডল, ছোটআঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম, যশোর সদর উপজেলার ললিতাদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হযরত ও নওদাগ্রাম এলাকার তোরাব আলীর ছেলে রাকিবুল ইসলাম সাগর।

[৫] যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল থেকে চার যুবক ডলার নিয়ে একটি বাসযোগে যশোর-নড়াইল সড়কের হামিদপুরে নেমেছে। তারা সেখানে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছে। এরপর বিজিবির একটি টিম অভিযান চালালে তারা পালানো চেষ্টা করে।

[৬] এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। এরপর তাদের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতি বান্ডিলে ১০ হাজার ইউএস ডলার করে মোট এক লাখ ৯০ হাজার ইউএস ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্যমান এক কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা।

[৭] তিনি আরো জানান, আটককৃতরা জানিয়েছে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। ওই চোরাচালানের অর্থই তারা বহন করছিল। আটককৃতদের মামলা দিয়ে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়