শরিফুল হাসান : এদেশের কোটি মানুষ করোনোর টিকার জন্য মুখিয়ে আছে, এমনটা যদি কেউ ভেবে থাকেন ভুল ভাবছেন। টাকা দিয়ে কিনে তো নয়ই, আমার ধারণা বিনামূল্যে দিলেও এদেশের অধিকাংশ লোককে করোনা টিকা দেওয়া কঠিন হবে। কারণ টিকার পক্ষে যেমন প্রচার দরকার ছিলো তার যথেষ্ট ঘাটতি আছে। উল্টো টিকা নিয়ে লোকের মধ্যে নানা বিভ্রান্তি দেখছি। গণমাধ্যমের একাধিক প্রতিবেদন সূত্রে আগে শুনেছি, দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ, অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে নতুন করোনাভাইরাসের টিকা দেওয়ার খসড়া পরিকল্পনা হয়েছে।
কয়েকদিন আগে জানলাম, জুন মাসের মধ্যেই দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষ ভ্যাকসিন বা টিকা পাবে। সবাইকে বিনা মূল্যে দুই ডোজ করে এই টিকা দেবে সরকার। কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত টিকা দেওয়াটাই কঠিন হবে। আমার ধারণা, করোনার আতঙ্ক যেহেতু কেটে গেছে অধিকাংশ লোকই টিকা নিতে আসবে না। তারপরও যদি রাষ্ট্র কোটি কোটি টিকা আনে এবং আসলেই দিতে চায় তাহলে এখন থেকেই সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা উচিত। বোঝানো উচিত কেন টিকা জরুরি। নয়তো টিকা দেওয়ার লোকের যথেষ্ঠ অভাব হবে বলেই আশঙ্কা করছি। ভালো থাকুন সবাই। করোনা মুক্ত থাকুন। সুস্থ থাকুন। শুভ রাত্রি। ফেসবুক থেকে