শিরোনাম
◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ সকাল ৬টায় ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:৫৪ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার টিকা নিন, এটি ঝুঁকিমুক্ত : কানাডার তিন বিশেষজ্ঞ

সালেহ্ বিপ্লব: [২] করোনার টিকার খবর হিসেবে বিজ্ঞানের সাথে সম্পর্কহীন তথ্য প্রচার না করার পরামর্শ দিয়েছেন তারা।

[৩] কোভিড পরিস্থিতি নিয়ে এক আলোচনায় তারা বলেন, কোভিডের টিকা বিজ্ঞানের বিস্ময়কর সাফল্য। টিকার ব্যাপারে বিজ্ঞানের সাথে সম্পর্কহীন এবং অপ্রমাণিত তথ্য প্রচারে মানুষের আস্থা নষ্ট হবে এবং কোভিড নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যাহত হবে।

[৪] কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’ অনুষ্ঠানে তাঁরা এই মত প্রকাশ করেন। টরন্টো সময় বুধবার রাতে ‘টিকা নিয়ে কেন সংশয়’ শীর্ষক এই আলোচনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।

[৫] এতে আলোচনায় অংশ নেন ব্রিটিশ কলম্বিয়া সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এর প্যারাসিটোলোজি এবং জুনুটিক ডিজিস অ্যান্ড ইমার্জিং প্যাথোজেনস এর প্রোগ্রাম হেড এবং ইউনিভার্সিটি অব বৃটিশ কলম্বিয়ার অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদ, ব্রাম্পটন কেনেডি মেডিকেল ক্লিনিকের ফ্যামিলি ফিজিশিয়ান ডা. আবু ইয়াকুব এবং অনুজীব বিজ্ঞানী ড. সৈয়দ ফজলে রউফ।

[৬] বিজ্ঞানী ড. মোহাম্মদ মোরশেদ বলেন, স্বল্প সময়ে করোনার টিকা তৈরি হলেও কার্যকারিতার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হয়নি। প্রত্যেকটি টিকারই বিভিন্ন পর্যায়ের গবেষণার ফলাফল সর্বসাধারণের জন্য উন্মুক্ত আছে। আমি নিজে এই গবেষণার তথ্য উপাত্ত পর্যালোচনা করে আপত্তি বা দ্বিধা করার মতো কিছু পাইনি।

[৭] তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তির বর্তমান সময়ে বিজ্ঞানীরা গবেষনার কয়েকটি ধাপকে একত্রিত করে টিকার সময়কে কমিয়ে এনেছেন। একটি টিকার জন্য ২শত কোম্পানির এক যোগে কাজ করার ঘটনা বিরল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, করোনা টিকা নিয়ে কারো কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই। যাদের সুযোগ আছে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে প্রত্যেককেই টিকা নেয়ার আহ্বান জানান তিনি ।

[৮] বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান চিকিৎসক ডা. আবু ইয়াকুব বলেন, সবার জন্য টিকা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের রোগ প্রতিরোধমূলক পদক্ষেপ এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি বলেন, টিকার গবেষণার যে তথ্য আমাদের কাছে আছে, সেই হিসেবে প্রথম টিকা নেয়ার পর যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, সেটি থাকা অবস্থায় দ্বিতীয় টিকা নিলে বেশি কার্যকর হয়। প্রথম টিকার পর তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা তিন মাসের বেশি সময় থাকে। কাজেই তিন মাস পর দ্বিতীয় ডোজ নিলে সেটিও সমানভাবে উপকারি হবে।

[৯] অণুজীব বিজ্ঞানী ড. সৈয়দ ফজলে রউফ কোভিড এবং টিকা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বিশেষজ্ঞ বিজ্ঞানীদের বক্তব্যকেই গ্রহণ করার পরামর্শ দেন।  তিনি টিকার ব্যাপারে রাজনীতিবিদ বা কোনো দেশের সরকারের প্রধানের বক্তব্যের চেয়েও দেশের প্রধান বিজ্ঞানী বা চিকিৎসকের কথা শোনার পরামর্শ দিয়ে বলেন, তারা বিজ্ঞানের তথ্যর ভিত্তিতে কথা বলেন।

[১০] নতুনদেশ-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, সামাজিকভাবে প্রভাব বিস্তার করে এমন অনেকেই টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বক্তব্য দেন যা সাধারণ মানুষের মনে টিকা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। একটি বৈশ্বিক মহামারী থেকে দ্রুত পরিত্রাণের জন্যই টিকার ব্যাপারে বিজ্ঞান সম্মত তথ্য জনগণের সামনে তুলে ধরাকে গুরুত্ব দেয়া দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়