শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৭:২৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতের সঙ্গে বাড়ছে শিশু রোগীর সংখ্যা: ডা. সৈয়দ সফি আহমেদ

শাহীন খন্দকার: [২] মাঘের শুরু থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। ঘর থেকে বের হলেই কনকনে বাতাস যেন শরীরে আঁচড় কাটছে। শীতের সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। সবচেয়ে বেশি ভুগছে শিশুরা।

[৩] ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে শিশু ও নবজাতক রোগীর সংখ্যা বাড়েছে। শেরে বাংলা নগর শ্যামলী শিশু হাসপাতালে চাপ বেড়েছে শিশু রোগীদের। গত ২৪ ঘণ্টায় ৫০ জন শিশু রোগী ভর্তি হয়েছে। পরিচালক জানান, শীত বাড়ায় রোটা ভাইরাসজনিত ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

[৪] পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ বলছেন, শীতে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বাড়ে। এ কারণে ভাইরাসজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। শীতের তীব্রতা বাড়তে থাকলে ঠাণ্ডা জনিত সমস্যাও বাড়বে।

[৫]আরও বলেন, শীতে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। ফলে হাসপাতালের শিশু ওয়ার্ডেও রোগীর সংখ্যা বেড়েছে। তাদের যাতে ঠাণ্ডা  না লাগে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এখন নিপাহ ভাইরাসের সময়, তাই শর্তক থাকতে হবে।

[৬] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে মোহম্মদপুর ফার্টিলার্টি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেণ্টার ১০০শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের পরিচালক ডা. মো. মুনীরুজ্জামান সিদ্দিকী বলেন, হাসপাতালে শিশু ও নবজাতক রোগীর সংখ্যা বেড়েছে।

[৭] তিনি বলেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শিশুদের বিভিন্ন রোগ। অনেক বাবা-মা সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন বলে জানালেন।শিশুসহ সবার খেজুরের রস ও পাখির আংশিক খাওয়া ফল থেকে বিরত থাকার কথা বললেন, ডা. মো. মুনীরুজ্জামান সিদ্দিকী

  • সর্বশেষ
  • জনপ্রিয়