শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:১২ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রকল্পের খরচ ও সময় বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর অসন্তোষ [২]এখন থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার শাস্তি হবে

আনিস তপন: [৩] স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৭৫ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে তিন বছর মেয়াদী ‘কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল’ স্থাপন প্রকল্প শেষ হয়নি ১১ বছরে।

[৪] ১০৪ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ‘চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পটিও শেষ হয়নি। সময় বাড়ানো হয়েছে তিন বছর, খরচ বেড়েছে ৪৫ কোটি টাকা।

[৫] কৃষি মন্ত্রণালয়ের ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য এবং যোগাযোগ শক্তিশালীকরণ’ প্রকল্পেরও সময় ও খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

[৬] এভাবে সরকারি প্রায় সব প্রকল্পের সময় ও ব্যয় বাড়ছে। আর তাতে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় বলেছেন, এভাবে চলতে পারে না, হতে পারে না। তিনি আরো সতর্কভাবে প্রকল্প বাস্তবায়ন ও নির্দিষ্ট সময়ে কেন প্রকল্প শেষ হয় না তা অনুসন্ধানের নির্দেশ দেন।

[৭] এরই প্রেক্ষিতে বুধবার নতুন নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

[৮] এতে বলা হয়েছে, সরকারি কার্যাবলী, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। নির্ধারিত সময়ে এসব শেষ না হওয়ায় এর সুফল থেকে দেশ ও জাতি বঞ্চিত হচ্ছে এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাই বছরের প্রথমেই এ সংক্রান্ত কর্মপরিকল্পনা বা আর্থিক পরিকল্পনা নিয়ে যথাসময়ে কাজ শেষ না হলে তা অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ পর্যালোচনা করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়