শিরোনাম
◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে? ◈ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো সরকার ◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে : তারেক রহমান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:১২ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রকল্পের খরচ ও সময় বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর অসন্তোষ [২]এখন থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার শাস্তি হবে

আনিস তপন: [৩] স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৭৫ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে তিন বছর মেয়াদী ‘কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল’ স্থাপন প্রকল্প শেষ হয়নি ১১ বছরে।

[৪] ১০৪ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ‘চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পটিও শেষ হয়নি। সময় বাড়ানো হয়েছে তিন বছর, খরচ বেড়েছে ৪৫ কোটি টাকা।

[৫] কৃষি মন্ত্রণালয়ের ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য এবং যোগাযোগ শক্তিশালীকরণ’ প্রকল্পেরও সময় ও খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

[৬] এভাবে সরকারি প্রায় সব প্রকল্পের সময় ও ব্যয় বাড়ছে। আর তাতে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় বলেছেন, এভাবে চলতে পারে না, হতে পারে না। তিনি আরো সতর্কভাবে প্রকল্প বাস্তবায়ন ও নির্দিষ্ট সময়ে কেন প্রকল্প শেষ হয় না তা অনুসন্ধানের নির্দেশ দেন।

[৭] এরই প্রেক্ষিতে বুধবার নতুন নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

[৮] এতে বলা হয়েছে, সরকারি কার্যাবলী, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। নির্ধারিত সময়ে এসব শেষ না হওয়ায় এর সুফল থেকে দেশ ও জাতি বঞ্চিত হচ্ছে এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাই বছরের প্রথমেই এ সংক্রান্ত কর্মপরিকল্পনা বা আর্থিক পরিকল্পনা নিয়ে যথাসময়ে কাজ শেষ না হলে তা অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ পর্যালোচনা করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়