শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০২:২২ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদি ও কোহলির টুইট, ৫ কোটি টাকা বোনাস ঘোষণা সৌরভ গাঙ্গুলির

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ে অভিনন্দনের বন্যায় ভাসছে ভারতীয় ক্রিকেট দল। চোট-আঘাতে জর্জরিত ভগ্নপ্রায় দল নিয়ে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে তাদের বাড়ির উঠোনে মাত করেছে ভারত। খেলা শেষ হতে না হতেই অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিরাট কোহলি, নরেন্দ্র মোদি, সৌরভ গাঙ্গুলীরা। আর্থিক পুরস্কারের ঘোষণাও হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

[৩] পিতৃত্বকালীন ছুটিতে দেশে থাকা কোহলি লেখেন, ইয়েস! অসাধারণ জয়। অ্যাডিলেডের পর যারা আমাদের নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, তারা দেখে নিক। অননুকরণীয় পারফর্মেন্স, তবে দৃঢ়সংকল্প দেখাল দল সেটাই সবচেয়ে বড়। ফাটিয়ে দিয়েছ ছেলেরা এবং ম্যানেজমেন্ট। মুহূর্তটা উপভোগ করো।

[৪] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সিরিজ জয় নিয়ে লিখলেন, অস্ট্রেলিয়ায় ভারতের সাফল্যে আমরা উচ্ছ্বসিত। উল্লেখযোগ্য এনার্জি এবং প্যাশন তো ছিলই, দৃঢ়তা এবং জয়ের ইচ্ছাশক্তিও ছিল প্রবল। অভিনন্দন গোটা দলকে এবং পরবর্তী খেলার জন্য আগাম শুভেচ্ছা।

[৫] শুধু অভিনন্দন বার্তাই দেননি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। গোটা দলের জন্য পাঁচ কোটি টাকা অর্থ পুরস্কারও ঘোষণা করলেন। তিনি লিখেছেন, অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে সিরিজ জেতা সত্যিই উল্লেখযোগ্য। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল মনে রাখা হবে। বোনাস হিসেবে পাঁচ কোটি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দলের প্রত্যেককে অভিনন্দন। ইন্ডিয়ান এক্সপ্রেস/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়