মাহিন সরকার: [২] করোনার বিরতি কাটিয়ে বুধবার ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস করতে নামবেন নতুন অধিনায়ক তামিম ইকবাল।
[৩] গত বছর সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও সর্বশেষ ওয়ানডেতে অধিনায়ক পদ থেকে সরে দাড়ান মাশরাফী। এরপর বিসিবির বোর্ড সভায় তামিমকে ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক করা হয়।
[৪] বুধবার ২০ জানুয়ারি তামিমের হাত ধরে শুরু হবে নিজেদের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডে। নতুন যাত্রায় সাবেক অধিনায়ক মাশরাফী শুভ কামনা জানাতে ভুল করেননি নতুন অধিনায়ক তামিমকে। সাবেক অধিনায়ক মাশরাফী গোটা দল ও নতুন অধিনায়ক তামিমকে জানিয়েছেন শুভ কামনা। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি।
[৫] এর আগে তামিমের স্বল্প মেয়াদে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও দীর্ঘমেয়াদে দায়িত্ব নেয়ার পর করোনার কারনে একটি ম্যাচেও টাইগাররা মাঠে নামতে পারেনি।