শিরোনাম
◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার ◈ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা ◈ শহীদ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন, বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি ◈ ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না ◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৯:১১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কৃষি উৎপাদনে রেকর্ড সৃষ্টি হয়েছে

মনিরুল ইসলাম: [২] শেখ হাসিনার নেতৃত্বে দেশে কৃষি উৎপাদনে রেকর্ড সৃষ্টি হয়েছে। কৃষি উৎপাদন আরো বাড়াতে নিরলসভাবে পরিশ্রমের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) নেতৃবৃন্দ।

[৩] রাজধানীর হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে এই আহ্বান জানানো হয়।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটস্থ লায়ন শপিং কমপ্লেক্স চত্ত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

[৪] দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত এই কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এইচ এম সদরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক ড. মো. মাহবুবুর রহমান গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ এস এম খালিদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান খান, সৈয়দ মঈনুল ইসলাম ও আব্দুল আলীম রিপন প্রমূখ।

[৫] কর্মসূচীতে উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক এ এইচ এম সদরুল আলম জানান, বিসিপিএ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়াতে দীর্ঘ দিন ধরে কাজ করছে। একইসঙ্গে নানা ধরণের সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী নেওয়া হয়েছে। যা সারাদেশেই পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে সারাদেশে শীতের কষ্টে থাকা ১০ হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হবে।

[৬] অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়