শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরো শ’খানেক অপরাধীকে ক্ষমা ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] এসব অপরাধী যুক্তরাষ্ট্রে ‘হোয়াইট কালার ক্রিমিনাল’ হিসেবে পরিচিত। হোয়াইট হাউসে বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এমন তিন জন সিএনএনকে জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প যাদের ক্ষমা করতে যাচ্ছেন তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের লোকও আছে।

[৩] রোববার এক বৈঠকে যাদের ক্ষমা ঘোষণা করা হবে সে তালিকা চূড়ান্ত হয় বলে দুইটি সূত্র জানায়।

[৪] বিতর্কিত ব্যক্তি ছাড়াও ট্রাম্প নিজেকে বা তার পরিবারের সদস্যদেরকেও ক্ষমার আওতায় আনতে চাচ্ছেন।

[৫] ক্ষমতা ত্যাগ করার আগেই এধরনের ক্ষমা করার সুযোগ পাচ্ছেন ট্রাম্প। মার্কিন সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণত ক্ষমতা ত্যাগের শেষ দিনটিকেই এধরনের ক্ষমা নির্দেশ দিতে বেছে নেন। এবার ট্রাম্প আগেভাগেই তা শুরু করেছেন।

[৬] তবে ফক্স নিউজকে ট্রাম্পের মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন এধরনের অপরাধীদের ট্রাম্পের ক্ষমা ঘোষণা ভুল হবে। ২০ জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের দিন দুপুর পর্যন্ত ট্রাম্প ওই ক্ষমা ঘোষণার সময় পাবেন।

[৭] অবশ্য ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননকে ক্ষমা করা হবে কি না তা এখনো নিশ্চিত নয়। বিভিন্ন লবিং ফার্ম ও আইনজীবীরা হোয়াইট হাউসে তাদের মক্কেলরা যাতে ট্রাম্পের ক্ষমা ঘোষণার সুযোগ পান সেজন্যে তারা ধর্ণা দিয়ে যাচ্ছেন।

[৮] ট্রাম্পও ক্ষমা করে স্বার্থ হাসিলের পাল্টা সুযোগ নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়