মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের শীতকালীন (একাদশ) অধিবেশন সোমবার ১৮ জানুয়ারি শুরু হয়েছে। সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। বিকাল সাড়ে ৪ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত রয়েছেন। শুরুতে স্পিকার উপস্থিত সকল সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে অধিবেশন কার্যত্রুম শুরু করেন।
[৩] জানা গেছে, এবারও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি। শীতকালীন সংসদ অধিবেশন সংক্ষিপ্ত হচ্ছে। ১০/ ১২ কার্য দিবস চলবে এই অধিবেশন।
[৪] আইন শাখা সূত্রে আরও জানা যায়, প্রতি বছরের মতো ওই দিন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারের কার্যক্রম তুলে ধরে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি ভাষণে ১০ বিষয় গুরুত্ব দিয়ে বক্তব্য রাখবেন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতায় রাষ্ট্রপতি ভাষণ রাখবেন।
[৫] এই অধিবেশনেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নিচ্ছেন। তবে প্রথম দিন যেহেতু রাষ্ট্রপতি ভাষণ দেবেন এজন্য প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য অধিবেশনে অংশ নিচ্ছেন।
[৬] চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ জানিয়ে সংসদে আনা প্রস্তাবের ওপরের সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
[৭] চীফ হুইপ জানান, অধিবেশনে প্রতিদিন ৭০/৮০ জনের উপস্থিতির টার্গেট নিয়ে সর্বোচ্চ ৯০ জন সংসদ সদস্যকে অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়। বছরের প্রথম এই অধিবেশন ৩০ থেকে ৩৫ কার্যদিবস চলে। কিন্তু করেনা পরিস্থিতির কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে।
[৮] অধিবেশন শুরুর আগে এবারও সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানো হয়েছে । সীমিত আকারে যেসব কর্মকর্তা, নিরাপত্তা কর্মীদের করোনা পরীক্ষা করা হয়। ১৫ জানুয়ারি শুরু হয় এই পরীক্ষা। শীতকালীন অধিবেশনের শুধু প্রথম দিন সংসদ বিটের সাংবাদিকেরা উপস্থিত থাকতে পারবেন। বাকি কার্যদিবসগুলোতে সংসদ টিভি থেকে সংবাদ সংগ্রহ করতে হবে। এ বিষয়ে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে অনুরোধ জানানো হয়েছে।