শিরোনাম
◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৭:০৭ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাব-৭ এর পৃথক অভিযানে ১১,৬১০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানা ও পটিয়া থানাধীন এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে আনুমানিক ৫৮ লক্ষ টাকা মূল্যের ১১,৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭; চট্টগ্রাম এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।

[৩] শনিবার (১৬ জানুয়ারি) র‌্যাব-৭; চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) মো: নুরুল আবছার জানান, গোপন সংবাদের বসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে ঢাকায় যাওয়ার পথে দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন ভাটিয়ারী এলাকায় মাদামবিবির হাটস্থ সিটিজি ডিজিটাল স্কেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশের রস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় উক্ত বাসের দুই জন যাত্রীর গতিবিধি ও কথাবার্তায় সন্দেহভাব প্রকাশ পাওয়ায় র‌্যাব সদস্যরা ১। ফাতেমা খাতুন (৩৫), পিতা- মৃত মোঃ হোসেন এবং ২। জাহাঙ্গীর আলম (৪০), পিতা- মৃত নাজির আহমেদ, উভয় সাং- নেংগুর বিল, তুলাতলী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারদের’কে আটক করে। পরবর্তীতে আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্ত মতে ভ্যানিটি ব্যাগের ভিতর সু-কৌশলে লুকানো অবস্থায় ১,৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তদের গ্রেপ্তার করা হয়।

[৪] অপর এক অভিযানে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ইন্দ্রপোল বাইপাস মোড়স্থ হাম কনভেনশন সেন্টার এর পাশে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে কক্সবাজার হতে চট্টগ্রামগামী ‘‘হানিফ পরিবহন" এর একটি গাড়ি থেকে নেমে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি ড্রাইভার সিকান্দর বাদশা (৪৬), পিতা- আহমদ কবির, সাং- মিয়াজান কাজীর পাড়া, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম’কে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও শনাক্ত মতে বাসটির স্টিয়ারিং এর ড্যাশবোর্ডের ভিতর সু-কৌশলে লুকানো অবস্থায় ৯,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং উক্ত বাসটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ০১ কোটি টাকা। আটককৃতদের এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ও পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭; কর্মকর্তা মো: নুরুল আবছার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়