শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরাপত্তার কারণে বাইডেনের অভিষেক অনুষ্ঠানের মহড়া বাতিল

রাশিদুল ইসলাম : [২] নির্বাচিত ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ২০ জানুয়ারি। কিন্তু ক্যাপিটলে হাঙ্গামা ও পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অনুষ্ঠানের যে মহড়া ওয়াশিংটনে হওয়ার কথা ছিল একদিন আগেই তা বাতিল ঘোষণা করা হয়েছে। স্পুটনিক/পলিটিকো

[৩] আগামী রোববার ওই অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলা বা নিরাপত্তাজনিত কারণে তার বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন ডেমোক্রেটরা। ইতিমধ্যে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সশস্ত্র বিদ্রোহের হুমকি দিয়েছেন ট্রাম্প সমর্থকরা। ক্যাপিটলে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

[৪] তবে মহড়া বাতিল হলেও তা আগামী সোমবার সীমিত আকারে হতে পারে বলে ডেমোক্রেটদের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে।

[৫] একই সঙ্গে বাইডেনের টিম সোমবারে উইলমিংটন, ডেলাওয়ার হয়ে যে ওয়াশিংটনে ট্রেন যাত্রার কথা ছিল তাও বাতিল করেছে। নিরাপত্তার কারণেই তা করা হয়েছে।

[৬] বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান সামনে রেখে ওয়াশিংটনে এমনিতেই চরম উত্তেজনা বিরাজ করছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সন্ত্রাসের আশঙ্কা করছেন এবং বিষয়টি নিয়ে উদ্বেগে আছেন।

[৭] শুধু বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যেই ২০ হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে ওয়াশিংটনে মোতায়েন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়