কূটনৈতিক প্রতিবেদক: [২] শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল পি মারসুদিকে লেখা বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইন্দোনেশিয়ার সরকার, ভ্রাতৃপ্রতিম জনগণ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
[৩] ইন্দোনেশিয়ার নিবিড় ও উদ্যোগী মানুষরা এই বিপর্যয় মোকাবেলা করবে এবং তাদের অবকাঠামোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হবে।
[৪] পররাষ্ট্রমন্ত্রী দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং প্রশমন সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
[৫] উভয় দেশই দুর্যোগপ্রবণ, তাই বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এবং উদ্ধারকর্মীরা যৌথভাবে পরিচালিত ভূমিকম্পের মহড়া ও সিমুলেশন অনুশীলনে অংশ নিতে পারেন।