শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৭:১৬ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভবিষ্যতে গণহারে বিলিন হবার ঝুঁকিতে রয়েছে বিশ্ব, সতর্ক করলেন শীর্ষ বিজ্ঞানীরা

লিহান লিমা: [২] জলবায়ু পরিবর্তন জনিত ১৫০টি গবেষণার প্রতিবেদন বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মেক্সিকোর ১৭জন বিজ্ঞানী বলেন, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র ক্রমেই হ্রাস পাওয়া এই বিশ্বের বসবাসকৃত প্রতিটি প্রাণীর টিকে থাকার জন্যই হুমকি হবে। গার্ডিয়ান/সিএনএন

[৩]তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পূর্বে যা ধারণা করা হয়েছিলো তার চেয়েও অনেক ভয়াবহ ভবিষ্যত বিশ্ববাসীর জন্য অপেক্ষা করছে। এটি নাগরিক ও বিজ্ঞানীদের বর্তমান সম্ভাব্য ক্ষয়ক্ষতির ধারণার চেয়েও অনেক ভয়ানক।

[৪]ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও স্থিতিশীলতা বিভাগের অধ্যাপক ড্যানিয়েল ব্লুমস্টেইন বলেন, ‘আমাদের সভ্যতার ঝুঁকির সম্ভাব্যতা নিয়ে আলোচনা কোনো বাহুল্য নয়। মানুষ হয়তো বিষয়টি ধারণা করতে পারছে, কিন্তু এর জরুরি অবস্থা বুঝতে পারছে না, কেউ কেউ বিষয়টি বুঝতে পারলেও তারা ব্যক্তিগতভাবে কিছু করতে রাজি নয়।’

[৫]২০২০ সালে বিশ্ব অর্থনৈতিক সংস্থা জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতির জন্য অন্যতম হুমকি জীববৈচিত্র হ্রাস। ২০১৯ সালে আইপিবিইএস এর প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রায় ৭০ শতাংশ প্রাকৃতিক পরিবেশ মানুষ পরিবর্তন করে ফেলেছে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অব ন্যাচারের এক গবেষণায় দেখা গিয়েছে, গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বন্যপ্রাণী গড়ে ৬৮ শতাংশ হ্রাস পেয়েছে, এই বিধ্বংসী বিলুপ্তির জন্য দায়ী মানুষের ভোগ বিলাস।

[৬]বিজ্ঞানীরা বলেন, বর্তমানে বিশ্বে ভবিষ্যতে গণবিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬টি প্রাণীর মধ্যে রয়েছে মানুষও। আমরা বলছি না এই অবস্থায় হাল ছেড়ে দিতে। কিন্তু এমন অবস্থার প্রেক্ষিতেও বিশ্বনেতারা বিষয়টিকে অবহেলা করছেন। তাদের ভূমিকা অত্যন্ত নির্জীব। যা প্রলয়ংকারী বিপর্যয় ডেকে আনবে। জরুরি অবস্থা গ্রহণ না করলে আরো বেশি মহামারী ও জলবায়ু পরিবর্তন জনিত অভিবাসন সংকট বিশ্বের জন্য অবশ্যম্ভাবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়