স্পোর্টস ডেস্ক : [২] বৃহস্পতিবার রাতে নামছে ইংলিশ লিগের সব জায়ান্টরা। ব্রাইটনকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে কখনো জিততে না পারা এ দলের বিপক্ষে নামবে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত ১২টায় খেলা শুরু হবে। শুধু তাই নয়, ব্র্ইাটনকে প্রতিপক্ষ হিসেবে পেলে যেনো গোল উৎসবে মাতে গার্দিওলার দল।
[৩] শেষ ৬ ম্যাচে ব্রাইটনের জালে ২০ বার বল পাঠিয়েছে সিটিজেন যোদ্ধারা। তবে লিগে খুব একটা ভালো অবস্থানে নেই ম্যান সিটি। ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে। যদিও
টেবিল টপার নগর প্রতিদ্বন্দীদের থেকে ২ ম্যাচ কম খেলেছে তারা। সার্জিও আগুয়েরো এখনো আইসোলেশনে। তবে ফিরছেন গোলরক্ষক এডারসন। - দ্য সান / চ্যানেল ২৪