ইমরুল শাহেদ: এ কথা বলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। তার ও স্বামী নিখিলের দাম্পত্য জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে এখন। তারা নাকি এখন আর এক সঙ্গে থাকেন না। শুধু তাই নয়, যশ দাশগুপ্তের সঙ্গে নায়িকার প্রেমের সম্পর্ক নিয়েও চলছে নানা কথা। এসব আলোচনার ব্যাপারে তিনি একেবারেই নীরব। ব্যক্তিগত জীবন নিয়ে কোনওরকম মন্তব্য করতে রাজি নন নুসরাত।
এ নিয়ে রোববার রাতে অনুরাগীদের উদ্দেশ্যে তার ইনস্টাগ্রামে নতুন একটি বার্তা দিয়ে লেখেন, ‘আমার ব্যক্তিগত জীবন জনগণের জন্য নয়। মানুষ সবসময় আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এইবার আমি আর কিছু বলব না’।
এদিকে যশের সঙ্গে প্রেম, নিখিলের সঙ্গে ঘর ভাঙার গুঞ্জন নিয়ে এক সাক্ষাৎকারে নুসরাত বলেছেন, ‘আমি ভালো বা খারাপ অভিনেত্রী সেটা বলুক। ব্যক্তিগত জীবন আমি কারো সঙ্গে ভাগ করে নেব না’।
বিয়ে ভাঙার জল্পনার মাঝেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেন নিখিল-নুসরাত! শুক্রবার নুসরাতের জন্মদিনেই এই ঘটনা ঘটে। এ ছাড়া সাতমাস ধরে নুসরাতের ইনস্টাগ্রাম প্রোফাইল নিখিলহীন। সেই থেকে জল্পনার শুরু; তবে কি নুসরাত-নিখিলের ভালোবাসার নীড়ে ফাটল ধরেছে। এক ছাদের তলায় ‘ব্যাক্তিগত কারণে’ থাকছেন না তারা। এমন অসংখ্য প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদের।