শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:৫৭ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাপিটলে হামলা ‘রাষ্ট্রদ্রোহ ও বিদ্রোহ, নিন্দা জানিয়ে বললেন মার্কিন জেনারেলরা

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফের চেয়ারম্যান এবং সকল বাহিনীর প্রধানের এধরনের যৌথ বিবৃতি বিরল ঘটনা। বিবৃতিতে বাহিনীর সদস্যদেরকে সবধরনের চরমপন্থা প্রত্যাখ্যান ও সংবিধানকে রক্ষা এবং সমুন্নত রাখার আহবান জানান। সিএনএন

[৩] নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিদ্রোহের হুমকি দেয়ার পর যুক্তরাষ্ট্র প্রত্যেক রাজ্যে গুরত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় তারা তৎপর রয়েছে।

[৪] জয়েন্ট স্টাফের চেয়ারম্যন মার্ক মিলি, এয়ারফোর্স প্রধান জন হিতেন, আর্মি জেনারেল জেমস ম্যাকনভিল, মেরিন কোরের জেনারেল ডেভিড বার্গার, নৌ বাহিনী প্রধান এডমিরাল মাইকেল গিলডে, এয়ারফোর্স জেনারেল জন চার্লস ব্রাউন জুনিয়র, স্পেইস ফোর্স প্রধান জেনারেল জন রেমন্ড ও ন্যাশনাল গার্ড প্রধান জেনারেল ড্যানিয়েল হকারসন এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন।

[৫] বিবৃতে বলা হয়, মিলিটারি সদস্যরা সংবিধানকে রক্ষা করেই কাজ করবে। রাজনৈতিক নেতৃত্বের সকল আইনানুগ নির্দেশ পালনে তারা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। মার্কিন জনগণের জানমাল রক্ষা করা তাদের সাংবিধানিক দায়িত্ব।

[৬] মার্কিন জেনারেলরা বলেন ক্যাপিটলে যা ঘটেছে তা আইনের শাসনের চরম লঙ্ঘন, বাক স্বাধীনতা ও সমাবেশের অধিকার কাউকে সহিংসতা, রাষ্ট্রদ্রোহ এবং বিদ্রোহ করার অধিকার দেয় না।

[৭] এদিকে ক্যাপিটল হিলে নিরাপত্তা বৃদ্ধির জন্যে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। বিশেষ করে সশস্ত্র বিদ্রোহ করতে চায় এমন মিলিশিয়াদের ব্যাপারে কঠোর নজরদারি আরোপ করা হয়েছে। যে কোনো মূল্যে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ২০ জানুয়ারি যাতে নির্বিঘ্নে হতে পারে সে জন্যে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়