শিরোনাম
◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৩:৪১ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্প্যানিশ সুপার কাপে ফেভারিট নয় বার্সেলোনা, বললেন কোচ কুমান

স্পোর্টস ডেস্ক : [২] মৌসুম শুরুর ব্যর্থতা কাটিয়ে দল লা লিগায় ছন্দে ফিরলেও স্প্যানিশ সুপার কাপের শিরোপা দৌড়ে নিজেদের এগিয়ে রাখছেন না বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। চার দলের সামনেই সমান সুযোগ দেখছেন এই ডাচ কোচ।

[৩] প্রতিযোগিতাটির প্রথম সেমিফাইনালে কোর্দোবায় বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে কাতালানরা। এর আগের দিন সংবাদ সম্মেলনে কুমানকে জিজ্ঞেস করা হয়েছিল বার্সেলোনা ফেভারিট কি-না। তিনি বলেন, আমার মনে হয় না (বার্সেলোনা ফেভারিট)। এটা কোনো দলের সাম্প্রতিক ফর্মের ওপর নির্ভর করে না।

[৪] রিয়াল সোসিয়েদাদ লা লিগায় দুর্দান্ত শুরু করেছিল। তাদের বেশ কিছু ম্যাচ আমি দেখেছি। তাদেরকে লিগের সেরা দলগুলোর একটি মনে হয় আমার। গত ডিসেম্বরে লিগের দেখায় ঘরের মাঠে সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। নতুন রূপে গত বছর থেকে চার দল নিয়ে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গতবার ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) শেষ চারের আরেক ম্যাচে শিরোপাধারীরা খেলবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। চার দলের যে কেউ শিরোপা জিততে পারে বলে মনে করেন কুমান।

[৫] আমার মতে সুপার কাপ জয়ের প্রশ্নে কোনো পরিষ্কার ফেভারিট নেই। অংশ নেওয়া চার দলেরই শিরোপা জয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করার মানসিকতা আছে। সব দলেরই সুযোগ আছে। - মার্কা / বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়