শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালিয়াকান্দিতে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পেঁয়াজ চাষের সম্ভাবনা

মো. ইউসুফ মিয়া: [২] রাজবাড়ী মসলা জাতীয় ফসল উৎপাদনে বিখ্যাত এলাকা হিসেবে পরিচিত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আবাদ হবে। কৃষকরা তীব্র শীত উপেক্ষা করে পেঁয়াজের চারা রোপনে ব্যস্ত সময় কাটা‌চ্ছেন করছেন।

[৩] পেঁয়াজ রোপনকারী কৃষক ওয়াহেদ আলী, আলাউদ্দিন, জাহিদুর এবং আকমল হোসেন জানান, উপজেলার নারুয়া, ইসলামপুর, নবাবপুর, বহরপুর, জামালপুর, বালিয়াকান্দি, জঙ্গল ইউনিয়নের প্রতিটি গ্রামের মাঠেই চলছে চারা রোপনের মৌসুম। প্রতিদিনের ন্যায় ঘনকুয়াশা অ‌পেক্ষা ক‌রে ভোর থেকেই পেঁয়াজের চারা উত্তোলনের পর মাঠের জমিতে রোপন করা হয়।

[৪] প্রতিজন দিনমুজুরী‌দের প্রতিদিন ৫শত ৫০ টাকা থেকে ৬শত টাকা করে প্রদান করা হচ্ছে। সবোর্চ্চ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রোপনের কাজ করা হয়। তারপর আর কেউ মাঠে থাকে না। কয়েকদিনের প্রচন্ড শীতের কারণে পেঁয়াজ রোপনকারীদের একটু অসুবিধা হচ্ছে। ১ কেজি দানার চারা ২৫-৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

[৫] দিনমুজুরীর দাম বেশি ও পেঁয়াজ চারার দাম বেশি হলেও কৃষকরা জমি খালি না রেখে পিয়াজের চারা রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষরা। অনেকের রোপন ইতিমধ্যেই শেষ করেছেন। তবে আগামী ১৫ দিনের মধ্যেই এ অঞ্চলে পিঁয়াজ চারা রোপন করা শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

[৬] উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর ৮হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ বছর সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে পিয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে পিয়াজ রোপন করা হয়েছে। আশা করছি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পিয়াজ চাষ হবে।

[৭] উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন জানান, উপজেলাতে আবহাওয়ার অনুকুল পরিবেশ থাকার কারণে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে চাষ হবে। এ অঞ্চলে তাহেরপুরী, ফরিদপুরী, লালতীর কিং, বারী পিঁয়াজ-১সহ বিভিন্ন জাতের পেঁয়াজের চাষ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়