স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্থানের বর্তমান ক্রিকেট দলের যে অবস্থা সেখান থেকে উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শোয়েব আখতার।
[৩] এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। নতুন খবর হচ্ছে, টানা দুই টেস্টে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান দলকে নিয়ে কড়া মন্তব্য করেছেন তিনি।
[৪] শনিবার ৯ জানুয়ারি নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই পাক সুপারস্টার বলেছেন, পাকিস্তান ক্রিকেট দলের কান ধরে টানার সময় হয়েছে।
[৫] উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুয়ে টেস্টে ১০১ রানে হেরে যাওয়া পাকিস্তান ক্রাইস্টচার্চে হারে ইনিংস ও ১৭৬ রানের ব্যবধানে। আর হোয়াইটওয়াশ হয়ে ফিরে নিউজিল্যান্ড থেকে। - জিও নিউজ