শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় আ’লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

বগুড়া প্রতিনিধিঃ [২] আসন্ন পৌরসভা নির্বাচনে বগুড়ার শেরপুরে সরকার দলীয় মেয়র প্রার্থীর নৌকা মার্কার নির্বাচনী চারটি অফিস একযোগে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

[৩] এতে অফিসের বেশ কয়েকটি চেয়ার টেবিল, কাপড় ও নৌকা প্রতীক সম্বলিত ডিজিটাল ব্যানার ও অসংখ্য পোস্টার পুড়ে গিয়েছে। এই ঘটনায় সাধারণ ভোটারদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা তৈফা হয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা অফিসগুলোতে তান্ডপ চালিয়াছে।

[৪] আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণার জন্য পৌরশহরের নয়াপাড়া, হাসপাতাল রোড, পৌর শিশু পার্ক ও উত্তরসাহাপাড়াস্থ নিশিপাড়া এলাকায় তাঁর নৌকা মার্কার চারটি অফিস রয়েছে। কিন্তু শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা অফিসগুলোতে হানা দিয়ে ভাঙচুরসহ পেট্রোল ঢেলে অগ্নিসংযোগও করেছে। সকালে খবর পেয়েই পুড়ে ফেলা অফিসগুলোতে ছুটে যাই এবং ঘটনাটি পুলিশসহ দায়িত্ব প্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদেরকে অবহিত করি। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানায়।

[৫] নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে আগামি ১৬ জানুয়াফা শেরপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে মোট ৪ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তাঁরা হলেন- আ’লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র আব্দুস সাত্তার, বিএনপির দলীয় মনোনিত ধানের শীর্ষ প্রতীক নিয়ে স্বাধীন কুমার কুণ্ডু, বিদ্রোহী হয়ে জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জানে আলম খোকা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী ইমরান কামাল।

[৬] আ’লীগ দলীয় মনোনীত মেয়র প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগে আ’লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ও পৌর আ’লীগের নেতারা।

[৭] শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, নির্বাচণী অফিস পোড়ার বিষয়টি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতাও মিলেছে। কিন্তু কারা এই কাজটি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের অচিরেই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এখনো কোনও মামলা হয়নি প্রক্রিয়াধীন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়