শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৬:১৪ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নতুন রূপ পাচ্ছে সিলেটের পুলিশ

ডেস্ক রিপোর্ট: কোমরে বা হাতে ভারি বন্দুক। এভাবেই এখন পুলিশ সদস্যদের কাজ করতে দেখা যায়। তবে ‘প্রাগৈতিহাসিক যুগের’ সেই ধারা থেকে এবার বেরিয়ে আসছে পুলিশ। উন্নত বিশ্বের আদলে মাঠপর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের অত্যাধুনিক ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এরই অংশ হিসেবে ‘ট্যাকটিক্যাল বেল্ট’ পাচ্ছেন পুলিশ সদস্যরা।

জানা গেছে, এই ট্যাকটিক্যাল বেল্ট পুলিশ সদস্যরা পরবেন কোমরে। বেল্টের সঙ্গে যুক্ত হোলস্টার থাকবে উরুতে বাঁধা। সেই হোলস্টারে থাকবে ছোট আকারের আগ্নেয়াস্ত্র। এছাড়া হ্যান্ডকাফ, ওয়ারলেস ও পানির বোতল রাখার সুবিধাও থাকবে ওই ট্যাকটিক্যাল বেল্টে।

ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশের প্রায় সাত হাজার সদস্যদের এই ট্যাকটিক্যাল বেল্ট প্রদান করা হয়েছে। পরবর্তী ধাপে আগামী মাসখানেকের মধ্যে সিলেট মহানগর পুলিশ, সিলেট জেলা পুলিশের সদস্যরাও এই বিশেষ বেল্ট পাবেন বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।
জানা গেছে, ‘পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার চালুকরণ’ নামে নতুন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ‘ট্যাকটিক্যাল বেল্ট’ পাচ্ছেন পুলিশ সদস্যরা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বাড়িয়ে দায়িত্ব পালনের সময় হাত খালি রাখা, রুটিন দায়িত্ব পালনের সময় ভারি ও বহনে কষ্টকর লম্বা অস্ত্রের পরিবর্তে হালকা ও সহজে বহনযোগ্য ছোট অস্ত্র ব্যবহার করা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বেশি হতাহতের ঘটনা এড়াতে লম্বা ব্যারেলের অস্ত্রের ব্যবহার ধারাবাহিকভাবে কমিয়ে আনার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বেল্ট থাকলে পুলিশ সদস্যদের বাড়তি লাঠি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। বেল্টের সাথে থাকা একটি বাটনে চাপ দিলে লাঠির মতোই একটি স্টিক বের হবে। প্রয়োজন শেষে স্টিকটি ফের জায়গামতো রেখে দেওয়া যাবে। এছাড়া রাতে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য বেল্টে টর্চ লাইট থাকবে।

জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘পুলিশে আধুনিকায়নের অংশ হিসেবে ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশের কিছু সদস্য এই বেল্ট পেয়েছেন। আগামী ধাপে সিলেটে দায়িত্বরত পুলিশ সদস্যরাও এই বিশেষ বেল্ট পাবেন।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়