শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৬:৪২ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক লাইভে ন্যান্সি: আমি ৬ মাস পাগল থাকি, এই প্রেসক্রিপশন আসিফকে কে দিয়েছে?

বিনোদন ডেস্ক: 'আসিফ লাইভে বলেছেন আমার মাথা খারাপ ৬ মাস নাকি পাগল থাকি। এই প্রেসক্রিপশন উনি কোথায় পেলেন?' কালের কণ্ঠ

সোমবার রাতে ফেসবুক লাইভে এসে কণ্ঠশিল্পী আসিফের উদ্দেশ্যে এ প্রশ্ন ছেড়ে দেন নাজমুন মুনিরা ন্যান্সি। এক ঘণ্টারও বেশি সময় ধরে করা লাইভের শেষভাগে আসিফ নিজে এসেও মন্তব্য করেন্ন। ন্যান্সির উদ্দেশ্যে আসিফ লিখেছেন দোয়া রইলো।

সংগীত তারকা আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ন্যান্সি। এরইমধ্যে মামলার পক্ষে ও বিপক্ষে নিজেদের মতও প্রকাশ করছেন শ্রোতা থেকে শুরু করে সংগীত সংশ্লিষ্টরা।

ন্যান্সি বলেন, আসিফ বিভিন্ন সময় লাইভে এসে আমার মাথা খারাপ বলে মন্তব্য করেন। শাহরিয়ার নাজিম জয় জিজ্ঞেস করেছিলেন, মাথা খারাপ হলে ভালো গায় কিভাবে? আসিফ এর উত্তরে বলেন, মাথা আর কণ্ঠ এক না।

ন্যান্সি সকলের উদ্দেশ্যে বলেন, আমার মাথা খারাপ। আমি ৬ মাস পাগল থাকি তাহলে এই মাথা খারাপ মানুষটাকে রাষ্ট্র এমনি এমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে দিল? বছরে বছরে সম্মাননা দেয় এমনিতেই?

মামলা না করে বিকল্প পথে সুরাহা করা যেত বিষয়টি এমন প্রশ্নের উত্তরে ন্যান্সি বলেন, প্রথম আমি অনেক দেখেছি, সময় নিয়েছি। কিন্তু তিনি বার বার আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে বলেই যাচ্ছিলেন অসম্মানজনক কথা। সেসব যখন আর নেয়া যাচ্ছিল না তখন ভাবলাম এবার আমার কিছু করা উচিত। আর অনেকে বলছেন আলোচনা করা যেতো। আসলে আমাদের সম্পর্কটা আলাপের জায়গায় নেই। আর আলাপে বসে ঠিকঠাক করে নিলে কি তিনি আমার বিরুদ্ধে যে বদনাম করেছেন সেটা মিটে যেতো? না যেতো না।

ন্যান্সি বলেন, আমি থানায় অভিযোগ দায়ের করেছি জুলাইয়ের ১০ তারিখ, সব প্রমাণসহ।

ন্যান্সি বলেন, পুলিশ দীর্ঘ সময় তদন্ত করেছে ও পরে কোর্টের সমন আসিফ আকবর পেয়েছেন। এদিকে জানা গেছে, আগামী ১৪ই ফেব্রুয়ারি ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে আসিফ আকবরকে হাজির হওয়ার তারিখ ধার্য করা হয়েছে। সেদিন আদালতে হাজির হবেন ও ন্যান্সির বাসায় খেতেও যাবেন বলে মিডিয়াকে জানান আসিফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়