শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৬:৪২ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক লাইভে ন্যান্সি: আমি ৬ মাস পাগল থাকি, এই প্রেসক্রিপশন আসিফকে কে দিয়েছে?

বিনোদন ডেস্ক: 'আসিফ লাইভে বলেছেন আমার মাথা খারাপ ৬ মাস নাকি পাগল থাকি। এই প্রেসক্রিপশন উনি কোথায় পেলেন?' কালের কণ্ঠ

সোমবার রাতে ফেসবুক লাইভে এসে কণ্ঠশিল্পী আসিফের উদ্দেশ্যে এ প্রশ্ন ছেড়ে দেন নাজমুন মুনিরা ন্যান্সি। এক ঘণ্টারও বেশি সময় ধরে করা লাইভের শেষভাগে আসিফ নিজে এসেও মন্তব্য করেন্ন। ন্যান্সির উদ্দেশ্যে আসিফ লিখেছেন দোয়া রইলো।

সংগীত তারকা আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ন্যান্সি। এরইমধ্যে মামলার পক্ষে ও বিপক্ষে নিজেদের মতও প্রকাশ করছেন শ্রোতা থেকে শুরু করে সংগীত সংশ্লিষ্টরা।

ন্যান্সি বলেন, আসিফ বিভিন্ন সময় লাইভে এসে আমার মাথা খারাপ বলে মন্তব্য করেন। শাহরিয়ার নাজিম জয় জিজ্ঞেস করেছিলেন, মাথা খারাপ হলে ভালো গায় কিভাবে? আসিফ এর উত্তরে বলেন, মাথা আর কণ্ঠ এক না।

ন্যান্সি সকলের উদ্দেশ্যে বলেন, আমার মাথা খারাপ। আমি ৬ মাস পাগল থাকি তাহলে এই মাথা খারাপ মানুষটাকে রাষ্ট্র এমনি এমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে দিল? বছরে বছরে সম্মাননা দেয় এমনিতেই?

মামলা না করে বিকল্প পথে সুরাহা করা যেত বিষয়টি এমন প্রশ্নের উত্তরে ন্যান্সি বলেন, প্রথম আমি অনেক দেখেছি, সময় নিয়েছি। কিন্তু তিনি বার বার আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে বলেই যাচ্ছিলেন অসম্মানজনক কথা। সেসব যখন আর নেয়া যাচ্ছিল না তখন ভাবলাম এবার আমার কিছু করা উচিত। আর অনেকে বলছেন আলোচনা করা যেতো। আসলে আমাদের সম্পর্কটা আলাপের জায়গায় নেই। আর আলাপে বসে ঠিকঠাক করে নিলে কি তিনি আমার বিরুদ্ধে যে বদনাম করেছেন সেটা মিটে যেতো? না যেতো না।

ন্যান্সি বলেন, আমি থানায় অভিযোগ দায়ের করেছি জুলাইয়ের ১০ তারিখ, সব প্রমাণসহ।

ন্যান্সি বলেন, পুলিশ দীর্ঘ সময় তদন্ত করেছে ও পরে কোর্টের সমন আসিফ আকবর পেয়েছেন। এদিকে জানা গেছে, আগামী ১৪ই ফেব্রুয়ারি ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে আসিফ আকবরকে হাজির হওয়ার তারিখ ধার্য করা হয়েছে। সেদিন আদালতে হাজির হবেন ও ন্যান্সির বাসায় খেতেও যাবেন বলে মিডিয়াকে জানান আসিফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়