শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ১০:২১ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ্ আলী ফরহাদ : করোনার ভ্যাকসিন নিয়ে গুজব : মানুষের কোনো কাজেই না আসতে পারলে সেই রাজনীতি করে কি লাভ?

শাহ্ আলী ফরহাদ : করোনার ভ্যাকসিন নিয়ে কোনো গুজবে কান দেবেন না। বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তি সেই অনুযায়ী ৩০ লাখ ভ্যাকসিনের ডোজ সময় মতনই আমাদের হাতে পৌঁছাবে বলে আমরা আশা করছি। ভারত থেকে সর্বশেষ আপডেট নিয়েই স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেছেন।

কাকতালীয়ভাবে ৪ জানুয়ারি ২০২১, অক্সফোর্ড- এস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি একজন ৮০ বছরের বৃদ্ধ কিডনির রোগীকে দিয়ে উদ্বোধন করলো ইউকে। ইনশা আল্লাহ আমাদের কাছেও এই মাসের শেষের মধ্যেই (বড়জোর আগামী মাসের শুরুতে) এই ভ্যাকসিনটি এসে পৌঁছাবে। তারপর আমরাও আমাদের জৈষ্ঠ্য নাগরিক ও স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেয়ার মাধ্যমে পর্যায়ক্রমে সকলকেই এই ভ্যাকসিনের সুরক্ষার মধ্যে নিয়ে আসতে পারবো। কিন্তু যতোদিন অধিকাংশ জনগণ ভ্যাকসিনটি না পাচ্ছে, ততোদিন ভ্যাকসিন নিলেও আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। মাস্ক পড়া, যতোদূর সম্ভব দূরত্ব বজায় রাখা ও নিয়মিত হাত পরিষ্কার করা- এই বিষয়গুলো চালিয়ে যেতে হবে।

করোনা সারা পৃথিবীর মতন আমাদের জন্যও খুবই চ্যালেঞ্জিং একটি ইস্যু। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের পরিশ্রমের জন্যই আমরা এখনো অন্যান্য অনেক দেশ থেকেই তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছি। সামনেও থাকবো ইনশা আল্লাহ। কিন্তু যারা করোনার পিক-সময়েও জনগণের পাশে দাঁড়ায়নি, তারাই দেখি এখন ভ্যাকসিন নিয়েও মিথ্যাচার ও অপপ্রচার করছে। যেই সমস্যাটি গোটা মানব জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়েও অপরাজনীতির আশ্রয় যারা নিচ্ছে, তাদের জন্য করুণা হয়। মানুষের কোনো কাজেই না আসতে পারলে সেই রাজনীতি করে কি লাভ? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়