সুস্থির সরকার: [২] নেত্রকোণায় পাড়ে একটি নবজাতকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। মডেল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের হোসেনপুর বাসস্ট্যন্ডের কাছে মগড়া নদীর পাড়ে কলাগাছের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
[৩] পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, ভোরের দিকে অথবা সকালের দিকে কেউ হয়তো নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে। শিশুটির মাথা ও মুখ রক্তাক্ত।
[৪] বিষয়টি নিশ্চিত করে মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল জলিল জানান, সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করে অপরাধী শনাক্ত করা হবে।