শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৫:২০ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ মাসে ভারতে ৩০ কোটি মানুষকে টিকা দেয়া হবে

রাশিদুল ইসলাম : [২] অক্সফোর্ড ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ার পর ভারতে খুব তাড়াতাড়ি টিকা দেয়া শুরু করবে সেরাম ইনস্টিটিউট। এরপর ভারত বায়োটেকের টিকা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসে দেশটিতে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার যাবতীয় খরচ বহন করবে দেশটির সরকার। নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পল জানান এর পাশাপাশি কম দামেই টিকার বিতরণ হবে ভারতে। টাইমস অব ইন্ডিয়া

[৩] ভারতে টিকা বিতরণে৩১টি হাব তৈরি করা হয়েছে। একই সঙ্গে ২৯ হাজারের বেশি স্থানে টিকা শিবির তৈরি হবে। টিকা সরবরাহ ও কোল্ড-স্টোরেজে টিকা সংরক্ষণ ও শিবিরগুলিতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি খতিয়ে দেখা শুরু হয়েছে।

[৪] একই সঙ্গে কীভাবে টিকার ইঞ্জেকশন দেওয়া হবে, টিকা দেবেন যারা তাদের সে বিষয়ে জ্ঞান কতটা, যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় বা কেউ অসুস্থ হয়ে পড়েন, তাহলে দ্রুত কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদির মহড়া চালানো হবে।

[৫] পেশা, বয়স ইত্যাদির ভিত্তিতে গুরুত্ব বুঝে চারটি ক্যাটেগরির প্র্রথমেই রয়েছে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, মেডিকেল শিক্ষার্থীরা। সব মিলিয়ে প্রায় এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে আগে। দ্বিতীয়ত, পুলিশ, প্রশাসন, মিউনিসিপ্যালিটির কর্মী মিলিয়ে অন্তত ২ কোটি জনকে টিকা দেওয়ার তালিকা তৈরি হয়েছে। তৃতীয় ক্যাটেগরিতে রাখা রয়েছে ২৬ কোটি মানুষকে, যাদের বয়স ৫০ বছরের বেশি। চতুর্থ ক্যাটেগরিতে থাকবে কোমবির্ডিটির রোগীরা এবং ৫০ বছরের কম লোকজন যাদের পেশার জন্য বেশি মেলামেশা করার প্রয়োজন হয়।

[৬] কাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কী পরিমাণ ডোজ বিতরণ করা হচ্ছে এবং টিকা সংরক্ষণের কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তার রিপোর্ট রাখতে অনলাইন ট্রেনিং মডিউল তৈরি হচ্ছে। ‘ইলেকট্রনিক ভ্যাকসিন ইনটেলিজেন্স নেটওয়ার্ক’ নামে এই ডিজিটাল প্ল্যাটফর্মে টিকার বিতরণ ও সংরক্ষণের সব তথ্য রেকর্ড করা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়